AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গেইমিং ফোন নিয়ে আসছে নকিয়া


Ekushey Sangbad

১২:২৮ পিএম, সেপ্টেম্বর ২০, ২০১৮
গেইমিং ফোন নিয়ে আসছে নকিয়া

একুশে সংবাদ : বিশ্ববিখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া বাজারে নিয়ে আসতে যাচ্ছে গেইমিং ফোন। ধারণা করা হচ্ছে এর নাম হতে পারে নকিয়া ৯। সময়ের সাথে সাথে বাড়ছে গেইমিং স্মার্টফোনের জনপ্রিয়তা। এর ফলে বড় বড় সব প্রতিষ্ঠান গেইমিং বাজারে নিয়ে এসেছে। তাই নকিয়াও বাজারে আনতে যাচ্ছে তাদের প্রথম গেইমিং স্মার্টফোন। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে নকিয়া। ১০ সেকেন্ডের এই ভিডিওটিতে ফোনের ডিজাইন এবং বিভিন্ন গেইমের প্লেব্যাক দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে গেইম খেলার জন্য আপনি প্রস্তুত তো। ফোনটিতে থাকছে ৬.১ ইঞ্চি ডিসপ্লে। এতে থাকছে না নচ। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে কর্ণিং গরিলা গ্লাস। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি রম থাকতে পারে। এর প্রসেসর হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগণ ৮৪৫। ছবি তোলার জন্য পিছনে থাকতে পারে ৪১, ২০ ও ৯.৭ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটি কবে নাগাদ উন্মোচিত হবে সেই সম্পর্কে কিছু জানা যায়নি। তবে চলতি বছরই আসতে পারে। সূত্র : টেকমাস্টার একুশে সংবাদ // এস.নদি // ২০.০৯.২০১৮
Link copied!