AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তামাকের ব্যবহার কমেছে আট শতাংশ


Ekushey Sangbad

০৬:১১ পিএম, আগস্ট ১৪, ২০১৮
তামাকের ব্যবহার কমেছে আট শতাংশ

একুশে সংবাদ : দেশে তামাক ব্যবহারকারীদের ৪৬ শতাংশ পুরুষ, ২৫ দশমিক ২ শতাংশ নারী। বাড়িতে ৩৯ শতাং, কর্মক্ষেত্রে ৪২ দশমিক ৭শতাংশ এবং গণপরিবহনে ২৩ দশমিক ৪ শতাংশ মানুষ পরোক্ষ ধুমপানের শিকার। আট বছরে বাংলাদেশে তামাকের ব্যবহার আট শতাংশ কমেছে। ২০১৭ সাল শেষে দেশে তামাক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৩ শতাংশে। ২০০৯ সালে যা পরিমাণ ছিলো ৪৩ দশমিক ৩ শতাংশ। হিসাব অনুযায়ী আট বছরে দেশে তামাকের ব্যবহার কমেছে ৮ শতাংশ। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভের (গ্যাটস) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ট্যোবাকো অ্যাটলাস ২০১৮ প্রতিবেদন বলা হয়েছে, তামাক ব্যবহারজনিত রোগ বছরে ১ লাখ ৬১ হাজার ২শ’ মানুষের মৃত্যু হয়। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে পঙ্গুত্ব বরণ করে ৩ লাখ ৮২ হাজার মানুষ। বিশ্বস্বাস্থ্য সংস্থা সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০০৯ সাল থেকে গ্যাটস এ জরিপ করে আসছে। সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সচিব সিরাজুল হক প্রমুখ। একুশে সংবাদ // এস.এন.// ১৪.০৮.২০১৮
Link copied!