AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পদ্মা সেতু রেল সংযোগে পাঁচ জেলা যুক্ত হবে


Ekushey Sangbad

০২:২৬ পিএম, জুন ১০, ২০১৮
পদ্মা সেতু রেল সংযোগে পাঁচ জেলা যুক্ত হবে

একুশে সংবাদ : পদ্মা সেতু রেল সংযোগে পাঁচটি জেলা যুক্ত হবে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে পদ্মা হয়ে ফরিদপুর অংশে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও ফরিদপুর জেলা সংযোগ হবে। আজ রবিরার সকালে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে এ সংক্রান্ত লিখিত প্রশ্নটি উত্থাপন করেন সরকারদলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা। সরকারি দলের সদস্য মুহম্মদ মিজানুর রহমান বলেন, 'দ্রুত গতিতে রেলওয়ের উন্নয়নে সরকার কাজ করছে। রেলওয়ে উত্তরোত্তোর যাত্রীসংখ্যাও বাড়ছে। যেখানে বিগত ২০১৩-১৪ অর্থবছরে ছয় কোটি ৪৯ লাখ যাত্রী রেলে যাতয়াত করেছিল সেখানে ২০১৬-১৭ অর্থবছরে তা বেড়ে হয়েছে ৭ দশমিক ৭৮ কোটি। তিনি বলেন, ২০১৪-১৫ অর্থবছরে রেল যাত্রী ছিল ছয় কোটি ৭৩ লাখ, ২০১৫-১৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় সাত কোটি আট লাখ এবং ২০১৬-১৭ অর্থবছরে তা আরো বেড়ে হয় সাত কোটি ৭৮ লাখ। জাতীয় পার্টির সংসদ সদস্য বেগম সালমা ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ট্রেন পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ রেলওয়ে একটি সেবামূলক সংস্থা। দেশের আপামর জনসাধারণকে স্বল্প খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্য পরিবহন সেবা প্রদানের উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ রেলওয়ে কাজ করে যাচ্ছে। একুশে সংবাদ // এস.ক.ক // ১০.০৬.২০১৮
Link copied!