AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপের জন্য প্রস্তুত আগুয়েরো


Ekushey Sangbad

১০:৫১ এএম, মে ১৯, ২০১৮
বিশ্বকাপের জন্য প্রস্তুত আগুয়েরো

একুশে সংবাদ : বিশ্বকাপের আগে ডান-হাঁটু শল্যবিদের ছুরি-কাঁচির নিচে সঁপে দেয়ার সিদ্ধান্তটা সহজ ছিল না। গত মাসে সের্গিও আগুয়েরোর হাঁটুতে অস্ত্রোপচারের খবর আর্জেন্টাইন সমর্থকদের বুক কাঁপিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত তাতে সাপে বরই হয়েছে। অস্ত্রোপচারের ধকল সামলে আর্জেন্টিনা দলের অনুশীলনে যোগ দেয়ার পর আগুয়েরো জানালেন, বিশ্বকাপের আগে নিজেকে নতুন করে আবিষ্কারের আনন্দে আছেন তিনি। চোটমুক্ত হয়ে ক্যারিয়ারের সেরা বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন ম্যানসিটির ফরোয়ার্ড। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের জন্য আগামী ২২ মে চূড়ান্ত দল ঘোষণা করবেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি। প্রাথমিক দলের আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে আগুয়েরো ছাড়াও আছেন হিগুয়াইন, দিবালা, পেরোত্তি ও ইকার্দি। শতভাগ ফিট না হলে দলে জায়গা পাওয়া কঠিন হতো আগুয়েরোর জন্য। নিজের ফিটনেসের ব্যাপারে কোচকে নির্ভার করতেই হয়তো অস্ত্রোপচারের ভালো দিকটা সামনে আনলেন আগুয়েরো, ‘সেই ২০১৩ সাল থেকে এটা আমাকে ভুগিয়েছে। চিকিৎসকরা বলেছিলেন, ‘অস্ত্রোপচার না করালে হয়তো বিশ্বকাপে খেলা হবে না আমার। এখন নিজের হাঁটু একদম নতুন মনে হচ্ছে। সব কিছুই নতুন লাগছে। হাঁটুতে কোনো ব্যথা নেই, জড়তা নেই। ইচ্ছামতো নাড়াতে পারছি। এটা আমার জন্য বিশাল এক স্বস্তি। নির্ভার হয়ে বিশ্বকাপে খেলতে পারব। এটা হতে পারে আমার ক্যারিয়ারের সেরা বিশ্বকাপ।’ আর্জেন্টিনার জার্সিতে অভিষেক সেই ২০০৬ সালে। দেশের হয়ে ৮৪ ম্যাচে করেছেন ৩৬ গোল। কিন্তু বিশ্বকাপে কোনো সুখস্মৃতি নেই আগুয়েরোর। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ মিলিয়ে আট ম্যাচেও গোলের খাতা খুলতে পারেননি। সেদিক থেকে একটি গোল পেলেই রাশিয়া বিশ্বকাপ তার ক্যারিয়ারসেরা হয়ে যাবে! আগুয়েরো অবশ্য বড় স্বপ্নই দেখছেন। বন্ধু মেসির সঙ্গে জুটি বেঁধে দেশকে এনে দিতে চান বিশ্বকাপ। ক্লাব ফুটবলেও একদিন মেসির সঙ্গে জুটি বেঁধে খেলার স্বপ্ন ছিল তার। তবে এখন আর তা সম্ভব নয় বলেই জানালেন আগুয়েরো, ‘আগে হয়তো সম্ভাবনা ছিল। কিন্তু এখন আর তা সম্ভব নয়। একুশে সংবাদ // এস.স.প // ১৯.০৫.২০১৮
Link copied!