AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুর ভ্রাম্যমান আদালতে জরিমানা


Ekushey Sangbad

০৫:৫৭ পিএম, মে ১৭, ২০১৮
শ্রীপুর ভ্রাম্যমান আদালতে জরিমানা

শ্রীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে পৌর শহরে পবিত্র রমজান মাসকে সামনে রেখে মাছ, মাংশ ও মুরগীর দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সেপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক রফিকুল ইসলাম। অভিযানে মূল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রির কারণে তিন ব্যবসায়ীকে ছয় হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে গরুর মাংশ বিক্রেতা হাবিবুর রহমানকে ওজনে কম ও মূল্য তালিকা নির্ধারন না থাকায় ১ হাজার টাকা, পঁচা মাছ বিক্রি করায় নিতাই চন্দ্র কে পাঁচশত ও মুরগী জবাইয়ের স্থান অপরিষ্কার থাকায় তৈয়ব মিয়াকে ৫ হাজার টাকা জরিমান করেন। নিরাপদ খাদ্য পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ১০জন দোকানিকে সর্তক মুলক নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিনিয়তই আমরা উপজেলার সকল বাজারে মনিটরিং করে আসছি। জন সাধারণের নিরাপদ খাদ্য গ্রহনের লক্ষ্যে রমজানে আমাদের অভিযান নিয়মিত চলবে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার বলেন, রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে রমজান মাস জুড়েই নিয়মিত আমাদের অভিযান চলবে। বাজারের তিন ব্যবসায়ীকে ছয় হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও সকল ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে সতর্ক করা হয়েছে।     একুশে সংবাদ // এস. সানি // ১৭.০৫ ২০১৮
Link copied!