AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পলাশবাড়ীতে আলুর বাম্পার ফলন, দাম না থাকায় চাষীরা হতাশ


Ekushey Sangbad

১০:৪০ এএম, এপ্রিল ৩, ২০১৮
পলাশবাড়ীতে আলুর বাম্পার ফলন, দাম না থাকায় চাষীরা হতাশ

গাইবান্ধা : পলাশবাড়ী উপজেলায় আলুর বাম্পার ফলন হলেও দরপতন হওয়ায় আলু চাষীরা হতাশায় ভুগছেন। জানা গেছে, বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্যে ও গত বছর আলুর ভালো দাম পাওয়ায় কৃষকরা অধিক পরিমান জমিতে আলু চাষ করেছেন। আবহাওয়া অনুকুলে থাকায় ও সঠিক সময়ে সার, কীটনাশক ব্যবহার করায় ও উপজেলা কৃষি বিভাগের সার্বিক পরামর্শ পাওয়ায় তুলনামুলক ভাবে আলুর বাম্পার ফলন হয়েছে। এদিকে বাজারে আলুর দরপতন ঘটায় চাষীরা তাদের রোপনকৃত আলুগুলো জমি থেকে উত্তোলণ করে বাজারজাত করতে না পারায় তারা লোকসানের মুখ গুনছে। এছাড়া ৯০ কেজির প্রতি বস্তা আলু সাড়ে ৪’শ থেকে ৫’শ টাকা দরে বিক্রি হলেও ক্রেতা সংকটের কারণে আলুগুলো বস্তাবন্দি করে কৃষকরা ক্ষেতেই ফেলে রাখছেন। এতে করে আলুগুলো বস্তার ভিতরে পচন ধরছে। কৃষকরা মহাজন ও এনজিওর নিকট থেকে আগাম ঋণ নিয়ে আলু চাষ করে বাজারে দর না থাকায় তা পরিশোধ করতে না পেরে বিপাকে পড়েছেন। এ নিয়ে কথা হয় কেত্তারপাড়া গ্রামের আলু চাষী সাজেদুল ইসলামের সাথে। তিনি জানায়, আলুর বাজারে যে দরপতন দেখা দিয়েছে তাতে করে আমার ৩ বিঘা জমিতে উৎপাদন খরচের অর্ধেকই উঠছে না। আমি আলু নিয়ে বিপাকে পড়েছি। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এবছর এ উপজেলায় ৫’শ ৬০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় চরাঞ্চলে বেশি। এব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ আজিজুল ইসলাম জানান, আলুর বাম্পার ফলন হলেও বাজারে দরপতন ঘটায় চাষীরা লোকসানের মুখে পড়েছেন। তবে আলুগুলো সংরক্ষণ করতে পারলে হয়তো আলু চাষীরা পুষে নিতে পারবেন।         একুশে সংবাদ // এস.রুবেল // ০৩.০৪.২০১৮
Link copied!