AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পলাশবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১১, আহত ৩০


Ekushey Sangbad

০৪:০০ পিএম, মার্চ ১০, ২০১৮
পলাশবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১১, আহত ৩০

গাইবান্ধা থেকে : গাইবান্ধার পলাশবাড়ীতে শানিবার সকাল ১০ টার দিকে পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১১ নিহত হয়েছে।এ ঘটনায় প্রায় ৩০ আহত হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ জানিয়েছে রংপুর বগুড়া মহাসড়কের ড্রীমল্যান্ড নামক স্থানে বাসের চাকা বাষ্ট হয়ে একটি ভটভটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৪ জন নিহত ও ১০ জন আহত হয়।   অপরদিকে দুপুর ১২ টার দিকে ঢাকা থেকে রংপুরগামী রড বোঝাই একটি ট্রাক পলাশবাড়ীর জুনদহ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গেলে ট্রাকের ছাদের উপরে থাকা ২০ জনের ও বেশি শ্রমিক রড নিচে চাপা পড়ে। এসময় ঘটনা স্থলে ৭ জন নিহত ও কমপক্ষে ১০ আহত হয়েছে।   আহতদের উদ্ধার করে পলাশবাড়ী ও গোবিন্দগন্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিক ভাবে ৩ জনে পরিচয় জানাগেলে ও অন্যান্যদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় নিহতরা হলো গোবিন্দগঞ্জ এলাকার জাকির হোসেন (২৫),খসরু মিয়া (৫০),রাজু মিয়া (২৫)। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে ধারাণা করা হচ্ছে। খবরপেয়ে গাইবান্ধা জেলা প্রশাসক, পুলিশ সুপার,উপজেলা সহকারী কমিশনার ভুমি, থানার অফিসার ইনচার্জ সহ হাইওয়ে পুলিশের উদ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারের মাঝে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।       একুশে সংবাদ // এস.ছাদেকুল // ১০.০৩.২০১৮
Link copied!