AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাবেক রোহিঙ্গা এমপি গ্রেফতার


Ekushey Sangbad

১২:১৯ পিএম, মার্চ ৬, ২০১৮
সাবেক রোহিঙ্গা এমপি গ্রেফতার

একুশে সংবাদ : রোহিঙ্গাদের ওপর অাবারো হামলা হতে পারে বলে উত্তেজনা দেখা দিয়েছে। সাবেক এক রোহিঙ্গা এমপিকে গ্রেফতার করেছে পুলিশ। মিয়ানমারের রাজধানী নেইপিদো থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে ইয়াঙ্গুন বিমানবন্দর থেকে গ্রেফতার কর হয়।       মিয়ানমারের রাখাইনের স্বাধীনতাকামী রোহিঙ্গা বিদ্রোহীদের সংগঠন আরসাকে অর্থায়নের অভিযোগে দেশটির পার্লামেন্টের সাবেক রোহিঙ্গা এমপি অং জ্য উইনকে গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে বলা হয়, গত বুধবার মিয়ানমার পার্লামেন্টের সাবেক এই সদস্যকে (এমপি) ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। ধনকুবের অং জ্য উইন ব্যবসায়িক কাজে থাইল্যান্ড যাচ্ছিলেন। মিয়ানমারের ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির (ইউএসডিপি) সাবেক এই এমপিকে মিঙ্গালাদোন পুলিশ স্টেশনে আটকে রাখা হয়েছে। গ্রেফতারের পাঁচ দিন পেরিয়ে গেলেও তাকে পুলিশ এখনও জিজ্ঞাসাবাদ করেনি বলেও প্রতিবেদনে বলা হয়েছে। রোহিঙ্গা অধ্যুষিত উত্তর আরাকান থেকে পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন অং জ্য উইন। উত্তর আরাকানের সাবেক এই এমপিকে গ্রেফতারের পর রোহিঙ্গাদের মধ্যে আবারও উদ্বেগ দেখা দিয়েছে। সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযান এখন রাখাইন ছাড়িয়ে দেশটির অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ছে বলে তারা আশঙ্কা করছে। রোহিঙ্গা অ্যাক্টিভিস্ট ন্য স্যান লিউইন দ্য গার্ডিয়ানকে বলেন, এর মাধ্যমে ইয়াঙ্গুনে বসবাসকারী ও কর্মরত রোহিঙ্গা জনগোষ্ঠীর কাছে সরকার ও সেনাবাহিনী সতর্ক বার্তা পাঠাচ্ছে যে তারাও হুমকির মুখে রয়েছে। তারা পুরো রোহিঙ্গা সম্প্রদায়কে ধ্বংস করতে চায়, শুধুমাত্র রাখাইনে বসবাসকারী রোহিঙ্গাদের নয়।   একুশে সংবাদ // এস.সম // ০৬.০৩.২০১৮
Link copied!