AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লাইসেন্সবিহীন মোটরসাইকেল পেলেই বাজেয়াপ্ত করবে সরকার


Ekushey Sangbad

০৭:৩১ পিএম, জুন ২১, ২০১৭
লাইসেন্সবিহীন মোটরসাইকেল পেলেই বাজেয়াপ্ত করবে সরকার

একুশে সংবাদ : লাইসেন্সবিহীন মোটরসাইকেল বাজেয়াপ্ত করবে সরকার। পুলিশ অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করবে। মালিককে তা আর ফেরত দেওয়া হবে না। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের এ কথা বলেন। সভার গৃহিত সিদ্ধান্ত তুলে ধরে শিল্পমন্ত্রী বলেন, লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি লাইসেন্সবিহীন মোটরসাইকেল ব্যবহার করে সেটা পার্মানেন্টলি বাজেয়াপ্ত করা হবে। আর ফেরত দেওয়া হবে না। তিনি আরো বলেন, শুধু ঈদকে সামনে রেখে নয় সারা বছরই লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে এ পদক্ষেপ অব্যাহত থাকবে। কারা বাজেয়াপ্ত করবে জানতে চাইলে আমু বলেন, ট্রাফিক পুলিশ যারা এগুলো দেখে তারাই বাজেয়াপ্ত করবে। এটার জন্য বিশেষ আইনের দরকার নেই। এসব বাজেয়াপ্ত করা মোটরসাইকেল পুলিশ ব্যবহার করবে কি না জানতে চাইলে তিনি বলেন, না, আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করবে না। এসব মোটরসাইকেল সরকার কোনো কাজে লাগাবে না। বৈঠকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ কমিটির অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। একুশে সংবাদ // পপি // রাজি // ২১.০৬.১৭
Link copied!