AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এইচপির ‘ওমান’ সিরিজের নতুন ল্যাপটপ


Ekushey Sangbad

১০:৫৪ পিএম, মে ১০, ২০১৭
এইচপির ‘ওমান’ সিরিজের নতুন ল্যাপটপ

একুশে সংবাদ : ‘ওমান বাই এইচপি’ নামে গেমারদের জন্য বিশেষভাবে তৈরি করা একটি নতুন ল‌্যাপটপ বাজারে এনেছে এইচপি কর্পোরেশন। প্রাথমিকভাবে ল্যাপটপটি দুটি মডেলে পাওয়া যাবে। মডেল দুটি হলো ১৫-এএক্স২২০টিএক্স ও ১৫-এএক্স২২১টিএক্স। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি উদ্বোধন করেছে এইচপি কর্তৃপক্ষ। অনুষ্ঠানে এইচপির কর্মকর্তারা বলেন, গেমের জনপ্রিয়তা বিশ্বব্যাপী খুব বেড়েছে। বিভিন্ন গেমের মাধ্যমে কম্পিউটার স্ক্রিনে ভার্চুয়াল রোমাঞ্চ ও উল্লাস করে। আমরা সাধারণত ল্যাপটপের বিভিন্ন সিরিজ নিয়ে প্রতিনিয়ত বাজারে আসি। ওমেন সিরিজ হচ্ছে গেমিং ল্যাপটপ। অনুষ্ঠানে জানানো হয়, নোটবুক পিসি হিসেবে ওমেন সিরিজে উন্নত প্রসেসর ও গ্রাফিক্সব্যবহার করা হয়েছে। ইনটেল কোর আই ৭ প্রসেসর, ৮ জিবি র‍্যাম, এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০৫০ গ্রাফিক্স আছে এতে। এতে ব্যবহার করা হয়েছে ১২৮ জিবি এসএসডি। ১৫-এএক্স২২০টিএক্স মডেলের ল্যাপটপটির পুরুত্ব ২৪.৫ মিলিমিটার এবং ওজন ২.০৯ কেজি। ১৫ দশমিক ৬ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত যার ডিসপ্লের রেজ্যুলেশন ১০৮০ পিক্সেল। নোটবুকটির দাম ১ লাখ ১৫ হাজার টাকা। ২২১ টিএক্স মডেলের ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ১৬ জিবি র‍্যাম ও জিফোর্স জিটিএক্স ১০৫০ টিআই গ্রাফিকস কার্ড। এ মডেলের নোটবুকটির দাম ১ লাখ ৪০ হাজার টাকা। একুশে সংবাদ // পপি // বিবা // ১১.০৫.১৭
Link copied!