AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় : রিজভী


Ekushey Sangbad

০৩:৩০ পিএম, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় : রিজভী

একুশে সংবাদ: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংবিধান কোনো ধর্মীয় গ্রন্থ নয়, যা পরিবর্তন করা যাবে না। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এই মন্তব্য করেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর রেডিসন হোটেলের সামনের সড়কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সংবিধান ও নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। এ সময় তিনি বলেন, ভারতের তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী পদের কাছাকাছি গিয়েও শশীকলা নটরাজন কারাগারে গিয়েছেন। সে জন্য সেখানকার কোনো কিছু থেমে থাকবে না। ওবায়দুলের কাদেরের উল্লেখিত বক্তব্যের একদিন পর আজ সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্র ও অশুভ পরিকল্পনা করছে সরকার। তবে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আর পার পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। ‘সংবিধানের দোহাই দিয়ে একতরফা ও বিতর্কিত নির্বাচন করার যেকোনো অপচেষ্টা এ দেশের মানুষ সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে। সংবিধান কোনো ধর্মীয় গ্রন্থ নয় যে, এটি সংশোধিত হতে পারবে না। তাই দৃঢ়কণ্ঠে বলতে চাই যে, বিএনপির চেয়ারপারসন ও তাঁর দলকে বাদ দিয়ে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না। কোনো ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র টিকবে না। আগামী নির্বাচন নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনেই হবে এবং বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে’ যোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব। আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন নিয়ে ক্ষমতাসীনদের বহুমুখী নীল নকশা প্রতিহত করা হবে। খসরু বলেন, নির্বাচনকে বহুমুখী প্রকল্প করেছেন। এই প্রকল্প সফল হওয়ার কোনো সুযোগ নেই।বহুমুখী প্রকল্পটা হচ্ছে একটি দলীয় সরকারের অধীনে দলীয় লোকজনের মারফতে নির্বাচন পরিচালনা করা। খসরু আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে, তাঁকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা হচ্ছে। আপনাদের এই বহুমুখী প্রকল্প কাজে আসবে না। গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের মানুষ জেগে উঠবে। বিশ্বব্যাংকের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যে দাতা সংস্থাটির সঙ্গে দেশের সম্পর্কের অবনতি ও চলমান অনেক প্রকল্পে অর্থায়নে সংকট সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিএনপি নেতারা। একুশে সংবাদ ডটকম// আলম গীর// ১৭.০২.২০১৭
Link copied!