AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিশোরগঞ্জ আদালতে তিন মৃত ব্যাক্তির বিরুদ্ধে মামলা


Ekushey Sangbad

০১:৪৮ পিএম, অক্টোবর ১৭, ২০১৬
কিশোরগঞ্জ আদালতে তিন মৃত ব্যাক্তির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদকঃ  কিশোরগঞ্জ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে তিন মৃত ব্যাক্তিকে বিবাদী করে মামলা করেছে একই গ্রামের একই বাড়ীর প্রতিপক্ষ। জানা যায় কিশোরগঞ্জ সদরের কলাপাড়া গ্রামের শোলাকিয়া মৌজাধীন সম্পত্তি সিএস আরওয়ার, সবিশেষ আরএস রেকর্ড ভূক্ত পৌপত্তিক থেকে প্রাপ্ত সম্পত্তি ভোগ দখল করে আসছে মামলার বিবাদী মোঃ রানা, মোঃ মাসুদ ও আঃ করিম গং। সম্পত্তি এই মৌজার একই সম্পত্তি হিস্যা মূলে সমবন্টন প্রাপ্ত বাদীগন সবিশেষ চুড়ান্ত জারিকৃত আরএস রেকর্ড ভ্রমাত¦ক ভাবে হয়েছে মর্মে সংশোধন কিশোরগঞ্জ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে বাদী হয়ে নাজিম উদ্দিন, বাচ্চু মিয়া, আঃ সাত্তার গং একটি মামলা রজু করে । মামলা নং ১০৭০৫/২০১৫ এই মামলা কিশোরগঞ্জের মাননীয় জেলা প্রশাসক সহ ১৫ জনকে বিবাদী করা হয়েছে। এর মধ্যে ৭ নং বিবাদী নুর ইসলাম পিতা মৃত মোহাম্মদ আলী ৮ নং নুরু ছোবান পিতা ঐ প্রায় ১০ বছর পূর্বে মারা যায়। অপর দিকে ১০ নং বিবাদী আঃ হাসেম প্রায় দুই যুগ পূর্বে মারা যায়। মৃতের পিতার নাম ও ভূল ক্রমে এয়াকুব আলীর স্থলে তৈয়ব আলী লেখা হয়েছে। অথচ মামলার বাদী ও বিবাদী একই গ্রামের পাশাপাশি বসতি ও স্থায়ী বাসিন্দা। বাদীগন তিনটি চুরান্ত রেকর্ড ভেঙ্গে তাদের নিজ নামে ৫২ শতাংশ ভূমি ভাগিয়ে নেবার পায়তারা করছে।   একুশে সংবাদ ডটকম//এমএ//১৭-১০-২০১৬
Link copied!