AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রিটেনের ছায়া শিক্ষামন্ত্রী টিউলিপ


Ekushey Sangbad

১১:৪০ এএম, অক্টোবর ১০, ২০১৬
ব্রিটেনের ছায়া শিক্ষামন্ত্রী টিউলিপ

একুশে সংবাদ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক এমপি ব্রিটেনের ছায়া শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আজ সোমবার আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে। প্রথমবার এমপি নির্বাচিত হয়ে এর আগে দলের ছায়া মন্ত্রিসভার সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া উপমন্ত্রী মনোনীত হয়েছিলেন টিউলিপ। এক বছরের ব্যবধানে দলের মধ্যে তার অবস্থান আরও দৃঢ় হলো। এর আগে ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম এমপি রোশনারা আলী এমপি নির্বাচিত হয়ে প্রথমবারের মতো ছায়া শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। এটি ছিল বাঙালি হিসেবে প্রথম ছায়ামন্ত্রী হওয়ার ঘটনা। আর টিউলিপ ছায়ামন্ত্রী হলেন দ্বিতীয় বাঙালি হিসেবে। গত বছরের ৭ মে ১ হাজার ১৩৮ ভোটের ব্যবধানে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থীকে পরাজিত করে লেবার পার্টি থেকে জয়ী হয়েছিলেন টিউলিপ।   টিউলিপ লন্ডনের মিচামে জন্ম গ্রহণ করেন। তার শৈশব কেটেছে বাংলাদেশ, ভারত এবং সিঙ্গাপুরে। ১৫ বছর বয়স থেকে তিনি হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নে বসবাস করছেন। এ এলাকায় স্কুলে পড়েছেন ও কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্নমেন্ট বিষয়ে তার স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হওয়া টিউলিপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রেটার লন্ডন অথরিটি এবং সেইভ দ্য চিলড্রেনের সঙ্গেও কাজ করেছেন। ২০১০ সালে ক্যামডেন কাউন্সিলে প্রথম বাঙালি নারী কাউন্সিলর নির্বাচিত হন তিনি।   একুশে সংবাদ ডটকম//এমএ//১০-১০-২০১৬
Link copied!