AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১ সেপ্টেম্বর ২০১৬ থেকে কলকাতায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ বইমেলা’


Ekushey Sangbad

০৪:৪৮ পিএম, সেপ্টেম্বর ৮, ২০১৬
১ সেপ্টেম্বর ২০১৬ থেকে কলকাতায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ বইমেলা’

একুশে সংবাদ: আগামী ১ সেপ্টেম্বর ২০১৬ থেকে কলকাতায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ বইমেলা’। দশদিনব্যাপী এ বইমেলা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অঙ্গপ্রতিষ্ঠান জাতীয় গ্রন্থকেন্দ্র ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় এবং কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের ব্যবস্থাপনায় এ বইমেলার আয়োজন করছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। পহেলা সেপ্টেম্বর বিকেল ৫টায় ‘বাংলাদেশ বইমেলা কোলকাতা-২০১৬’ এর উদ্বোধন করবেন এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। প্রধান অতিথি হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষমন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায় ও অতিথি হিসেবে বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক শঙ্খ ঘোষ উপস্থিত থাকবেন। উল্লেখ্য, গত পাঁচ বছর ধরে কলকাতায় বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথম তিন বছর এ মেলাটি অনুষ্ঠিত হয় গণকেন্দ্র শিল্প সংগ্রহশালায়। গত দুই বছর এটি রবীন্দ্র সদনের উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ধারাবাহিকভাবে এ বছরও বইমেলা উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দেশের সাহিত্যকে বহির্বিশ্বের কাছে পৌঁছে দিতে অনুবাদের কোন বিকল্প নেই। এ লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে এবং বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানকে প্রণোদনা দিচ্ছে। কলকাতা ছাড়াও ফ্রাঙ্কফুট ও লন্ডন বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে তিনি আগামীতে আরও বেশি আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণের ব্যাপারে আশাব্যক্ত করেন। মেলায় যত আয়োজন এবারের মেলায় পাঁচটি সেমিনার অনুষ্ঠিত হবে। এগুলো হলো- ‘বাঙালি জাতি ও জাতীয় নায়ক’, ‘গ্রন্থ সেতুনির্মাণ: লেখক, পাঠক, প্রকাশক ও নীতিনির্ধারকদের ভূমিকা’, ‘লালন সঙ্গীত’, ‘প্রকাশনায় নারী’ এবং ‘দুই বাংলার শিশুসাহিত্য: রহস্য, রোমঞ্চ ও অ্যাডভেঞ্চার’। মেলায় সাংস্কৃতিক আয়োজনে সঙ্গীত পরিবেশন করবেন লালনসঙ্গীতশিল্পী ফরিদা পারভীন এবং মেহের আফরোজ শাওনসহ পশ্চিমবঙ্গে বসবাসরত বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের শিল্পীগণ। এছাড়া বাংলাদেশ ও ভারতের কবিগণ কবিতা আবৃত্তি করবেন। ‘গ্রন্থ সেতুনির্মাণ: লেখক, পাঠক, প্রকাশক ও নীতিনির্ধারকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন বাংলাদেশের প্রকাশক ও লেখক মফিদুল হক। সেমিনারে প্রধান অতিথি হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব বর্মণ। এবারের মেলায় বাংলাদেশের মোট ৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। শনি ও রবিবারের সময়সূচি হবে বিকেল ৩টা থেকে রাত ৮টা।     একুশে সংবাদ ডটকম   //    এম   //   ০৮.০৯.১৬
Link copied!