AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে শিল্প সম্পর্ক ও শ্রম ক্ষেত্রে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad

০৭:০৬ পিএম, সেপ্টেম্বর ৫, ২০১৬
চট্টগ্রামে শিল্প সম্পর্ক ও শ্রম ক্ষেত্রে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

একুশে সংবাদ: বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্স- এর উদ্যোগে “শিল্পসম্পর্ক ও শ্রম ক্ষেত্রে উন্নয়ন, প্রেক্ষিত চট্টগ্রাম: পক্ষ সমূহের ভূমিকা”  শীর্ষক এক মতবিনিময় সভা গত ৪ সেপ্টেম্বর ২০১৬ চট্টগ্রামের হোটেল সেন্টমার্টিন-এ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ম.আ. কাশেম মাসুদ, খোন্দকার মোস্তান হোসেন, মোহাম্মাদ আমিনুল ইসলাম, চট্টগ্রামের বিভাগীয় শ্রম দপ্তরের যুগ্ম শ্রম পরিচালক এম কে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারন) ড. অনুপম সাহা, ডিআইজি কলকারখানা এবং স্থাপনা পরিদর্শন অধিদপ্তর (চট্টগ্রাম) মু. আব্দুল হাই খান। বিল্স এর চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজ এর সভাপতিত্বে এবং বিলস সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা এ এম নাজিম উদ্দিন এর সঞ্চলনায় সভায় “শিল্পসম্পর্ক ও শ্রম ক্ষেত্রে উন্নয়ন, প্রেক্ষিত চট্টগ্রাম: পক্ষ সমূহের ভুমিকা”  শীর্ষক ধারনাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম জেলা সভাপতি তপন দত্ত এবং শ্রমিক নেতা রিজওয়ানুর রহমান খান। বিল্স এর ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ আনোয়ার হুসাইন, বিলস সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মাদ শফর আলী, বিলস এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ এবং বিভিন্ন ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার বলেন, ”শ্রমঘন এবং বৃহৎ শিল্পাঞ্চল এলাকা হওয়ায় চট্টগ্রামে অধিক সংখ্যক শ্রমিক কর্মরত। সুতরাং এসব শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এনে শিল্প এলাকা পরিদর্শন ব্যবস্থা জোরদার করতে হবে। শ্রমিকদের কল্যাণে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম জোরদারের কথাও তিনি তুলে ধরেন। এছাড়া ট্রেড ইউনিয়নসমূহকে শক্তিশালী ও সময়োপযোগী করে গড়ে তোলার জন্য নিয়মিত ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি। সভায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৯ জন শ্রমিককে চেক প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় উন্নয়ন ও অর্থনীতির চাকাকে সচল রেখেছে দেশ ও দেশের বাইরে কর্মরত সাধারণ শ্রমজীবী মানুষ। অথচ এই শ্রমিকরাই তাদের ন্যায্য মজুরি ও নিরাপদ  কর্মপরিবেশ থেকে সবচেয়ে বেশি বঞ্চিত।এখনো বাংলাদেশে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকরা বহুবিধ শোষন বঞ্চনা নিপীড়নের শিকার। নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক-ছুটি-জীবন ধারণের উপযোগী মজুরী-সামাজিক সুরক্ষাসহ মৌলিক ও ট্রেড ইউনিয়ন অধিকার হতে তারা বঞ্চিত। বক্তারা বলেন, আজ দেশের শিপ- ব্রেকিং, নির্মাণ, ট্যানারি, চাতাল, পরিবহন, গার্মেন্টস ও কেমিক্যালসহ নানা সেক্টরে প্রতিমুহুর্তে জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকরা জীবন ও জীবিকার তাগিদে কাজ করছে। বিল্স এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ দক্ষ এবং সক্রিয় শ্রম প্রশাসনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন লক্ষ লক্ষ শ্রমিক চট্টগ্রাম এর বিভিন্ন খাতে কাজ করছে তাই এখানে শ্রম প্রশাসনের আরও শক্তিশালী ভূমিকা রাখা প্রয়োজন। চট্টগ্রামে বিলস অফিসের কার্যক্রমের সংক্ষিপ্ত তথ্য উপস্থাপন করেন বিল্সএর তথ্য সমন্বয়কারী ইউসুফ আল-মামুন এবং চট্টগ্রাম অফিসের সমন্বয়কারী পাহাড়ী ভট্টাচার্য্য।   সভায় বিভিন্ন ট্রেড ইউনিয়ন ফেডারেশনের পক্ষ থেকে নারী ও পুরুষ ট্রেড ইউনিয়ন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ শ্রমিকদের জীবন ধারণের উপযোগী মজুরী, নিরাপদ কর্ম-পরিবেশ ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।     একুশে সংবাদ ডটকম  //  এম  //  ০৫.০৯.১৬
Link copied!