AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জার্মানির মেয়েরা ফুটবলে প্রথম অলিম্পিক সোনা জয়।


Ekushey Sangbad

১১:৩৬ এএম, আগস্ট ২০, ২০১৬
জার্মানির মেয়েরা ফুটবলে প্রথম অলিম্পিক সোনা জয়।

একুশে সংবাদ: মেয়েদের ফুটবলে প্রথম অলিম্পিক সোনা জয় করেছে জার্মানি। শুক্রবার ব্রাজিলের মারকানা স্টেডিয়ামে তারা ২-১ গোলে সুইডেনকে হারায়। দুদলের খেলা প্রথমার্ধে গোলশূন্য শেষ হয়। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে জার্মানের মেয়েরা। এরই ফলস্বরূপ ৪৮ মিনিটে জার্মানিকে এগিয়ে নেন ফরোয়ার্ড মারোজান। দ্বিতীয় গোল পায় তারা সুইডেনের কল্যাণে। ৬২ মিনিটে সারা ডায়েব্রিৎজের ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু সেটি ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন সুইডিশ ডিফেন্ডার লিন্ডা সিমব্রান্ট। ২-০ ব্যবধানে যখন জার্মানি জয়ের পথে এগিয়ে যাচ্ছে, ৬৭ মিনিটে স্টিনার গোল করে সুইডেনের স্বপ্নকে বাঁচানোর পথ দেখান। এক পর্যায়ে মনে হচ্ছিল, সুইডেন নিজেদের ফিরে পেয়ে প্রথম অলিম্পিক সোনা জিততে চলেছে। কিন্তু ৮৭ মিনিটে অলিভিয়া স্কুদ সহজ দুটি সুযোগ নষ্ট করলে হতাশ হন সুইডিশ সমর্থকরা। ফলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয়ে সোনার হাসি নিয়ে মাঠ ছাড়েন জার্মানির মেয়েরা। অবশ্য জার্মান মেয়েরা ফুটবলে আগে থেকেই নিজেদের শ্রেষ্ঠত্ব দেখিয়ে আসছে। আটবার তারা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এখন মেয়েদের সাফল্য দেখে অনুপ্রাণিত হতে পারে জার্মানির ছেলেরাও। অলিম্পিক সোনা জয়ের লক্ষ্যে শনিবার তারা খেলবে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে। ব্রাজিলের মাঠ যে জার্মানির জন্য বেশ পয়া, তা দুই বছর আগে প্রমাণ করেছেন জোয়াকিম লোর শিষ্যরা। এখানেই তারা মেসিদের কাঁদিয়ে জিতেছিল বিশ্বকাপ। এবার অলিম্পিকে মেয়েরা জিতল সোনা। ছেলেরা জিততে পারলেই ব্রাজিলের মাটিতে জার্মানির 'হ্যাটট্রিক চ্যাম্পিয়ন' নামক ষোল কলা পূর্ণ হবে।       একুশে সংবাদ ডটকম  //  এম  //  ২০.০৮.১৬
Link copied!