AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিদেশি শ্রমিকদের ফেরত পাঠাবে সৌদি


Ekushey Sangbad

১১:৫২ এএম, ফেব্রুয়ারি ৬, ২০১৬
বিদেশি শ্রমিকদের ফেরত পাঠাবে সৌদি

সৌদি আরবে এখন থেকে গৃহায়ণ প্রকল্পের কাজ শেষ হলে জামিনদার স্থানান্তর করে অন্য কোথাও কাজ করতে পারবে না বিদেশি শ্রমিকরা। চুক্তি মতো কাজ শেষেই তাঁদের দেশে ফিরতে হবে। আজ শনিবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গৃহায়ণ খাতের প্রকল্পের কাজ শেষে বিদেশি শ্রমিকদের জামিনদার স্থানান্তর নিষিদ্ধ করেছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়। পাশাপাশি নির্দিষ্ট কাজ শেষে বিদেশি শ্রমিকদের দেশে ফেরত পাঠাতে চুক্তিদাতাদের নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির সরকার সৌদিকরণ প্রকল্পের আওতায় ‘গৃহায়ণ প্রকল্প’ নামে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এ বিষয়ক একটি চুক্তিপত্রে সম্প্রতি দেশটির শ্রমমন্ত্রী মোফারেজ আল-হাকবানি ও গৃহায়ণমন্ত্রী মাজেদ আল-হুকাইল স্বাক্ষর দিয়েছেন। নতুন প্রকল্পের আওতায় সৌদি শিক্ষার্থী, শ্রমিক ও পেশাজীবীদের বিভিন্ন প্রশিক্ষণ দেবে এই দুই মন্ত্রণালয়। এক যৌথ বিবৃতিতে সৌদি মন্ত্রণালয় দুটি জানিয়েছে, দেশটির গৃহায়ণ খাতের ব্যয় কমাতে এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সৌদিদের কর্মসংস্থান বাড়ানো এর লক্ষ্য। আল-হুকাইল বলেন, কোনো বিদেশি কর্মী গৃহায়ণ খাতের এক কোম্পানির কাজ শেষে অন্যটিতে অংশ নিতে পারবেন না। চুক্তি শেষে বিদেশি শ্রমিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
Link copied!