AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যে প্রেমিক মাকে ভুললো প্রেমিকার জন্য


Ekushey Sangbad

০৬:০৮ পিএম, ফেব্রুয়ারি ৩, ২০১৬
যে প্রেমিক মাকে ভুললো প্রেমিকার জন্য

একুশে সংবাদ: পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ ‘মা’। তাই মাকে নিয়ে নাটক, চলচ্চিত্র কিংবা সাহিত্য রচনার শেষ নেই। সেই ধারাবাহিকতায় এবার আপেল মাহমুদের গল্পে জয়ন্ত রোজারিও নির্মাণ করলেন নাটক ‘মা’। নাটকটিতে ওয়াহিদ ইকবাল মার্শালের মায়ের চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু। অন্যদিকে তার প্রেমিকার চরিত্রে দেখা যাবে নাবিলা ইসলামকে। এছাড়া একটি বিশেষ চরিত্রে রয়েছেন নেলসন মণ্ডল।   2016_02_03_17_45_47_VfSwfLt0whz2twMqbTQdHN1hkcl8Wq_original ‘মা’ নাটকের গল্পে দেখা যাবে, মার্শালের মা দীর্ঘদিন ধরেই প্যারালাইজড হয়ে ঘিরে পড়ে আছেন। আর এ কারণে তার প্রেমিকা নাবিলা খুব বিরক্ত। কারণ বিয়ের পর এ বাড়িতে আসলে এই অসুস্থ শাশুড়িকে তারই টানতে হবে। বিষয়টা মার্শালও আঁচ করতে পেরে, একদিন সেই মাকে শীতের মধ্যে রেলওয়ে স্টেশনে রেখে আসে। তারপরই ঘটনা অন্যদিকে মোড় নেয়। নাটকটি প্রসঙ্গে নির্মাতা জয়ন্ত রোজারিও বলেন, ‘সবার কাছেই মা অনেক প্রিয়। তারপরও এমন কিছু গল্প থাকে যা সবাইকে আরো বেশি মায়ের প্রতি আকৃষ্ট করে তুলে। আর এজন্যই আপেল মাহমুদের গল্পটি নিয়ে নাটকটি নির্মাণ করেছি।’   2016_02_03_17_46_13_WJhqyRsW9eiMHnrcC9giw3zCnFPC5z_original উল্লেখ্য, ‘উদ্দীপন’ শিরোনামে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রতি শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচার করছে বিশেষ ধারাবাহিক নাটক। এতে আগামী ৫ ফেব্রুয়ারি প্রচার হবে ‘মা’ নাটকটি।
Link copied!