AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রাম কলেজ সংসদে বঙ্গবন্ধুর ছবি ২৮ বছর পর


Ekushey Sangbad

০৫:০০ পিএম, ডিসেম্বর ২৯, ২০১৫
চট্টগ্রাম কলেজ সংসদে বঙ্গবন্ধুর ছবি ২৮ বছর পর

চট্টগ্রামের ঐতিহ্যবাহী চট্টগ্রাম সরকারী কলেজের ছাত্র সংসদের অফিসে ২৮ বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়েছে ছাত্রলীগ। এসময় তাদের ছবিতে ফুলের মালাও পরানো হয়। এর মাধ্যমে প্রায় ২৮ বছর ধরে বিশ্বব্যাপী সন্ত্রাসী সংগঠন হিসেবে চহ্নিত ইসলামী ছাত্র শিবিরের নিয়ন্ত্রণে থাকা এই কলেজটিতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির দেখা মিললো। মঙ্গলবার দুপুরে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ও সাবেক ছাত্রলীগ নেতা নুরুল মোস্তাফা টিনুর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ফুলের ফিতা কেটে ছাত্র সংসদে প্রবেশ করেন। এরপর ছাত্রলীগ নেতা রনি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছাত্র সংসদে টাঙিয়ে দেন। এ প্রসঙ্গে ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি  ২৮ বছর পর চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টাঙানো হয়েছে। একই সাথে ফিতা কেটে ছাত্রলীগ ছাত্র সংসেদ প্রবেশ করেছে। এখন থেকে নিয়মিতভাবে ছাত্রলীগের নেতাকর্মীরারা সেখানে বসবে। আমরা অতিদ্রুত কলেজ ছাত্র সংসদের নির্বাচন দাবি করছি। এরআগে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দেয়ার পর ছাত্রলীগের বিজয় মিছিলে শিবিরের হামলার পর শিবিরকে হটিয়ে ছাত্রলীগ কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়। হামলার পর বিকেলে কলেজের ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে কলেজ প্রশাসন। এরপর থেকে নিয়মিত মিছিল সমাবেশ করছে ছাত্রলীগ। ১৯৮৬ সালে চট্টগ্রাম কলেজ ছাত্রসংসদ নির্বাচনকে ঘিরে ছাত্রলীগ ও ছাত্রশিবির মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের পর চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস ও সব ছাত্রাবাস এককভাবে নিজেদের দখলে নেয় ছাত্র শিবির। ছাত্রসংসদ নির্বাচনে নির্বাচিত হয় শিবিরের প্যানেল। নির্বাচনে হেরে যাওয়ার পর ক্যাম্পাস থেকে পুরোপুরি বিতাড়িত করা হয় ছাত্রলীগকে। সেই ১৯৮৬ সালের পর থেকে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে প্রবেশের আর সুযোগ পায়নি ছাত্রলীগ। এর মধ্যে একাধিকবার ছাত্রলীগ চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করলেও শিবিরের বাধার মুখে কোনবারই তারা সফল হতে পারেনি। এরআগে ছাত্রলীগ নেতারা একাধিবার অভিযোগে করে বলেছিলেন, সাধারণ শিক্ষার্থীদের হল দখলে নিয়ে চট্টগ্রাম কলেজকে অস্ত্রের কারখানা বানিয়েছে শিবির। অবিলম্বে এসব হল থেকে শিবির বিতাড়িত করে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দিতে হবে।
Link copied!