AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের সহজে নিরাপত্তা দিতে সাধারন মানুষকে সচেতন করতে হবে


Ekushey Sangbad

০৪:৩৭ পিএম, অক্টোবর ১৫, ২০১৫
দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের সহজে নিরাপত্তা দিতে সাধারন মানুষকে সচেতন করতে হবে

দিনাজপুর প্রতিনিধি নয়ন : দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিয়া বলেছেন দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের সহজে নিরাপত্তা দিতে সাধারন মানুষকে সচেতন করতে হবে। সাদাছড়ি হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপত্তার প্রতীক। বর্তমান সরকার প্রতিবন্ধীদের সমাজে বোঝা মনে না করে তাদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে। আমাদের মানবিক মূল্যবোধের মাধ্যমে প্রতিবন্ধীদের সহযোগিতায় এগিয়ে আসা উচিত। গতকাল ১৫ অক্টোবর ২০১৫ বিশ^ সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে জেলা প্রশাসক ও সমাজসেবা কার্যালয় দিনাজপুর-এর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বলেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিঃ স্টিফেন মুর্মূ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন দিনাজপুর ডাঃ মোঃ হায়দার আলী, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, ঢাকার সদস্য অধ্যক্ষ ছফর আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার। স্বাগত বক্তব্য রাখেন সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক সৈয়দ আক্কাস আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন উন্নয়ন প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল আলম। আলোচনা সভার শেষে প্রতিবন্ধী শিশুরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করে।     একুশে সংবাদ ডটকম/এসএস/১৫.১০.২০১৫
Link copied!