AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অ্যাঞ্জেলিনা সিরীয় শিশু দত্তক নিচ্ছেন


Ekushey Sangbad

০৫:২১ পিএম, সেপ্টেম্বর ২২, ২০১৫
অ্যাঞ্জেলিনা সিরীয় শিশু দত্তক নিচ্ছেন

একুশে সংবাদ : ছয় সন্তানের তারকা মা-বাবা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট আরো একটি সন্তান দত্তক নিতে যাচ্ছেন। এই জুটির সপ্তম সন্তানটি হতে হচ্ছে সিরিয়া যুদ্ধে মা বাবা হারানো একটি শিশু। রাডার অনলাইন নামের একটি নিউজ পোর্টাল জানিয়েছে, জাতিসংঘের শরণার্থী হাই কমিশনের দূত হিসেবে সিরিয়া সফর করেছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আক্রান্ত দেশটিতে একা সফরের সময়ে একই মা বাবার তিনটি শিশুর সঙ্গে দেখা করেন। মা বাবা হারা এই তিন ভাইয়ের একটি কিছু ইংরেজি জানে। এই তিন শিশুর চোখের সামনে দিয়ে তাদের বাবাকে সিরীয় সেনাবাহিনী ধরে নিয়ে যায় এবং মাকে তারা হারায় বোমা হামলায়। শিশুদের দুর্ভাগ্যে অনেক মর্মাহত হন হলিউডের এই মহাতারকা। নিউজ পোর্টালটি নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানায়, অ্যাঞ্জেলিনা তিনটি বাচ্চাকে দত্তক নিতে চাচ্ছিলেন কিন্তু স্বামী ব্র্যাড পিট বলেছেন ছয় সন্তান থেকে হঠাৎ নয়টি সন্তানের মা বাবা হয়ে যাওয়াটা অনেক বাড়াবাড়ি হবে। অন্য সন্তানদের অযতের কথা ভেবে জোলিও স্বামীর কথা মেনে নেন। দুই জনে মিলে শেষ পর্যন্ত একটি শিশু দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন। সূত্রটি জানায় সিরিয়ার কাগজপত্রের ঝামেলা শেষ করে আমেরিকা নিতে অন্তত চার থেকে পাঁচ মাস লাগবে। নিজের গর্ভজাত তিনটি সন্তানের পাশাপাশি অ্যাঞ্জেলিনা জোলির তিনটি সন্তান যুদ্ধ ও ক্ষুধাপীড়িত অঞ্চল থেকে দত্তক নিয়েছেন। সব সন্তানকে এই ব্র্যাড-অ্যাঞ্জেলিনা জুটি একান্ত নিজের করেই দেখেন। রাডার অনলাইন     একুশে সংবাদ ডটকম/এসএস/২২.০৯.২০১৫
Link copied!