AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কক্সবাজারের ঈদগাঁও ও খুটাখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২


Ekushey Sangbad

০৭:৩৬ পিএম, আগস্ট ২৮, ২০১৫
কক্সবাজারের ঈদগাঁও ও খুটাখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও ও খুটাখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ স্কুলছাত্রীসহ ২জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শুক্রবার ২৮ আগষ্ট দেড় টার দিকে মহাসড়কের ঈদগাঁও চান্দেরঘোনা সাতঘরিয়াপাড়া অংশে যাত্রীবাহী চকরিয়ামুখী বাস কক্স স্পেশাল সার্ভিসের একটি পরিবহন (ঝ ১১-০১৬১) ও বিপরীত দিক থেকে আসা মালবাহী কক্সবাজারমুখী পিকআপ (১১-০৫০৯) উক্ত স্থানে পৌছামাত্রই নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষ হয়।   এতে ঘটনাস্থলে একজন নিহত ও অপর ৭ জন আহত হয় বলে জানা গেছে। নিহত ব্যক্তি চান্দের গাড়ীর চালক ও দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খুরশেদ আলমের ছেলে রাশেদুল ইসলাম টিপু বলে জানা গেছে। অপর আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের পথচারী ও এলাকাবাসী উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। গত সোমবার কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে সংঘটিত পৃথক অপর দুর্ঘটনায় গুরুতর আহত স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী ও যাত্রীদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মালুমঘাট খ্রীষ্টান মেমোরিয়াল হাসপাতালে গতকাল শুক্রবার বিকালে মারা যায় খুটাখালী কেজি স্কুলের ৮ম শ্রেণীর শিশু ছাত্রী তানজিলা (১৪)। সে কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিতখালী গ্রামের কবির আহমদের কন্যা। দুর্ঘটনার ৫ দিনের মাথায় এ শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর সংবাদে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে। রামু হাইওয়ে থানা পুলিশের এসআই আলালের সাথে যোগাযোগ করা হলে তিনি পৃথক এ মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।
Link copied!