AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাইকে চাকরি দিতে বোনকে ধর্ষণের চেষ্টা


Ekushey Sangbad

০৬:৩৫ পিএম, আগস্ট ২৮, ২০১৫
ভাইকে চাকরি দিতে বোনকে ধর্ষণের চেষ্টা

দিনাজপুর প্রতিনিধি (নয়ন) ঃ পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির সিবিএ সভাপতি আবুল কাশেম শিকদারের বিরুদ্ধে ভাইকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে (৩০) ধর্ষণের চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় সিবিএ সভাপতি আবুল কাশেম শিকদার ও শ্রমিকনেতা আজগর আলীকে (প¬ামবার-সারফেজ অপারেশন) আসামী করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে দুই শ্রমিকনেতা কর্মস্থলে অনুপস্থিত রয়েছে বলে খনি কর্তৃপক্ষ জানিয়েছে।   জানা গেছে, নির্যাতিতা ওই নারীর ছোট ভাই আইনুল হক খনিতে কারিগরী হেপার পদে চাকরির জন্য দীর্ঘদিন থেকে চেস্টা করে আসছিল। পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (রেজিঃ নং রাজ-১৯৫৬) সভাপতি ও বাংলাদেশ তৈল গ্যাস ও খনিজ সংস্থার কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি আবুল কাশেম শিকদার ও শ্রমিকনেতা আজগর আলী মিলে আইনুল হকের চাকরির বিষয়ে আলোচনা আছে মর্মে ১৪ আগস্ট রাত সোয়া ৯টার দিকে আইনুল হকের অভিভাবক হিসেবে তার বোনকে খনির স্টাফ ডরমেটরিতে সিবিএ সভাপতির রুমে ডেকে নিয়ে যায়। সেখানে আটকে রেখে কাশেম শিকদার ও আজগর আলী ওই নারীকে জোরপূর্বক ধর্ষনের চেস্টা করে। পরে ওই নারীর চিৎকারে খনির নিরাপত্তা কর্মীরা এগিয়ে এলে ধর্ষণের হাত থেকে সে রক্ষা পায়। এ বিষয়ে গত ১৯ আগস্ট খনির ব্যবস্থাপনা পরিচালক বরাবরে লিখিত অভিযোগ দাখিল করা হয়। সিবিএ সভাপতি কাশেম শিকদারের বিরুদ্ধে খনি কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ না করায় নির্যাতিতা ওই নারীর পক্ষে তার ভাই গত রোববার রাতে সিবিএ নেতা কাশেম শিকদার ও আজগরকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রাজ্জাক গতকাল মঙ্গলবার রাতে বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। বিষয়টি নিয়ে সিবিএ সভাপতি কাশেম শিকদারকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিছিভ করেননি। তবে খনির আর এক শ্রমিক নেতা আব্দুর রউফ বলেন, খনির কিছু শ্রমিক সভাপতি কাশেম শিকদারকে হেয় প্রতিপন্ন করার জন্য মরিয়া হয়ে উঠেছে। ঘটনাটি সত্য নয়।     একুশে সংবাদ ডট কম/আলম গীর হােসনে/ ২৮.০৮.২০১৫
Link copied!