AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টঙ্গীতে কাজী জাফরের প্রথম জানাজা অনুষ্ঠিত


Ekushey Sangbad

১০:৩৪ এএম, আগস্ট ২৮, ২০১৫
টঙ্গীতে কাজী জাফরের প্রথম জানাজা অনুষ্ঠিত

একুশে সংবাদ : টঙ্গীর ইজতেমা ময়দানে টিনশেড মসজিদে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা ২০ মিনিটে জানাজা শেষ হয়। কয়েক হাজার মানুষ এই জানাজায় শরিক হন। এর আগে সকাল ৭টা ৫২ মিনিটে কাজী জাফরের মরদেহ টঙ্গীর ইজতেমা ময়দানে পৌঁছায়। সকালের জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক এমপি হাসানউদ্দিন সরকার, ময়মনসিংহের সাবেক বিএনপি এমপি শাহ শহীদ সরোয়ার, ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ও জাপা ( কাজী) প্রেসিডিয়াম সদস্য ডা. শহীদ, যুগ্ম- মহাসচিব এসএম শামীম, গাজীপুর সদর সাবেক উপজেলা চেয়ারম্যান আবদাল হোসেন, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মুজিবর রহমান, এরশাদের জাপার কেন্দ্রীয় সদস্য পীর বাবুল, যুব সংহতির সাংগঠনিক সম্পাদক বাছেদ আলী টিপু, যুবদল নেতা সাইফুল ইসলাম শাহীন, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ। ঢাকায় কাজী জাফরের আজ আরো ৩টি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকাল ১১টায় একটি হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বাদ জুমআ একটি হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। বিকেলে আরেকটি হবে গুলশান আজাদ মসজিদে। বিভিন্ন আন্দোলনে শ্রমিকদের সংগঠিত করার ব্যাপারে তার ব্যাপক ভূমিকা ছিল। ১৯৬৭ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি বাংলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ছিলেন। টঙ্গী অঞ্চলের একজন প্রভাবশালী শ্রমিক নেতা ছিলেন তিনি।     একুশে সংবাদ ডটকম/এসএস/২৮.০৮.০১৫
Link copied!