AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৃষ্টির বাগড়ায় দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত


Ekushey Sangbad

১২:২১ পিএম, জুলাই ৩১, ২০১৫
বৃষ্টির বাগড়ায় দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

একুশে সংবাদ : ঢাকা টেস্টের প্রথম দিনটা বেশ ভালোভাবেই শেষ হয়েছিল। খেলা হয়েছিল ৮৮.১ ওভার। কিন্তু বৃষ্টির বাগড়ায় শুক্রবার দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। শুক্রবার রাত থেকেই ঢাকার আকাশ কেঁদে চলেছে। সকাল সাড়ে ১১টা নাগাদও মিরপুরে বৃষ্টি হচ্ছিল। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ডের বেশিরভাগ অংশই ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। প্রথম সেশনের খেলাই পণ্ড হয়ে গেছে। এমনকি দ্বিতীয় সেশনের খেলা নিয়েও শঙ্কা রয়েছে। দুই দল হোটেলে থেকেই বের হয়নি। প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৪৬ রান। দিনের শেষ বলে আউট হন মোহাম্মদ শহীদ। ১৩ রানে অপরাজিত রয়েছেন নাসির হোসেন। প্রথম দিন দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন অধিনায়ক মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকার পক্ষে ডেল স্টেইন ও জেপি ডুমিনি নিয়েছেন ৩টি করে উইকেট। এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টেও বৃষ্টি বাগড়া দিয়েছিল। বৃষ্টিতে শেষ দুই দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় নিষ্প্রাণ ড্র হয় ম্যাচটি। ফলে ঢাকা টেস্ট সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে। কিন্তু এখানেও বাধা হয়ে দাঁড়িয়েছে বেরসিক বৃষ্টি।   একুশে সংবাদ ডটকম/শান্ত/৩১.০৭.০১৫
Link copied!