AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রিল নয়, রিয়েলেই শ্লীলতাহানির শিকার যাঁরা


Ekushey Sangbad

১১:২৭ এএম, জুলাই ৩১, ২০১৫
রিল নয়, রিয়েলেই শ্লীলতাহানির শিকার যাঁরা

একুশে সংবাদ : রিল লাইফে চরিত্রের খাতিরে প্রায়ই দেখা যায় শ্লীলতাহানির শিকার হচ্ছেন নায়িকারা। তবে পর্দার বাইরেও অনেক সময় যৌন নির্যাতিত হয়ে থাকেন তাঁরা। দেখে নেব এমন কিছু বলি-সুন্দরীদের যাঁরা শ্লীলতাহানির শিকার। সোনাক্ষী সিনহা: ২০১০ সালে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন সোনাক্ষী সিনহা। যেখানে হাজির ছিলেন অনেক সাংবাদিকরাও। তাদের মধ্যে থেকেই একজন সাংবাদিক সোনাক্ষীর গায়ে খারাপ ভাবে হাত দেয়। Sonakshi-Sinha- সোমি আলি: মাত্র পাঁচ বছর বয়সেই শ্লীলতাহানির শিকার হন সোমি আলি। বাড়ির লোকের হাতেই হয়েছিল তাঁর এই পরিণতি৷ এমনকি পাকিস্তানী অভিনেত্রী জানিয়েছেন, ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যেই তিনি বড় হয়ে উঠেছেন৷ তাঁর মা ও মায়ের বন্ধুদেরও নির্যাতনের শিকার হতে দেখেছেন৷ sumi ক্যাটরিনা: একবার কলকাতায় দুর্গা পূজার সময় এসেছিলেন নায়িকা। সেই সময় ভিড়ের মধ্যে পড়ে শ্লীলতাহানির শিকার হন ক্যাট। Katrina-Kaif-Sexy-Hot-Looks-Collection-2015-6 বিপাশা বসু: ‘রাজ থ্রি’ ছবির প্রচারে আমেদাবাদ গিয়েছিলেন বিপাশা। যেখানে একটি লোক নায়িকার স্কার্ট টেনে ধরে। bipasha-basu-wallpaper-8-1024x731 সেলিনা জেটলি: ২০০৫ সালে একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় তাঁর শরীরে খুব খারাপ ভাবে হাত দেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন নায়িকা। celina_jetly-other-1024x768 মিনীশা লাম্বা: একটি ম্যাগাজিনের ফটো-শুট করতে গিয়ে গোয়া বীচে শ্লীলতাহানির শিকার হন মিনীশা। minissha_lamba_8185908258-1024x576   একুশে সংবাদ ডটকম/শান্ত/৩১.০৭.০১৫
Link copied!