AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রতিদিন মিডিয়াতে কথা বললে জনপ্রিয়তা বাড়ে না, বরং কমে-:সৈয়দ আশরাফ


Ekushey Sangbad

১০:৪২ এএম, জুলাই ২৪, ২০১৫
প্রতিদিন মিডিয়াতে কথা বললে জনপ্রিয়তা বাড়ে না, বরং কমে-:সৈয়দ আশরাফ

একুশে সংবাদ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী সার্বজনীনভাবে পালনের জন্য গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাতৃভূমি এ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। দ্বিতীয় কেউ এটি হতে পারে না। তিনি বলেন, এবার বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্ষিকী পালনে আওয়ামী লীগের পক্ষ থেকে ৪০ দিনব্যাপী কর্মসূচি নেয়া হয়েছে। আমরা আশা করি, দেশের সব রাজনৈতিক দল ও সংগঠন এবং গোটা জাতি ঐক্যবদ্ধভাবে জাতির পিতার শাহাদাত বার্ষিকী পালন করবে। গতকাল বৃহস্পতিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন সংবাদপত্র ও টিভি চ্যানেলের সম্পাদক, প্রকাশক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন। আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্ষিকীকে সামনে রেখে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আমরা চাই শোকের মাস আগস্টে গণমাধ্যমগুলো নিজস্ব স্বকীয়তা থেকেই জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠান করুক কিংবা সংবাদ প্রকাশ করুক। বঙ্গবন্ধুকে জনমানুষের কাছে পৌঁছে দিক। তাদের এই সৃজনশীলতা থেকে নতুন প্রজন্মের পাশাপাশি আমরাও বঙ্গবন্ধু সম্পর্কে নতুন অনেক কিছু জানতে ও শিখতে পারবো। তিনি বলেন, এক্ষেত্রে আমরা কোনো কর্মসূচি কিংবা অনুষ্ঠান চাপিয়ে দিতে চাই না। চাপিয়ে দেয়া কোনো কিছু মৌলিকও হয় না। গণমাধ্যমকে এড়িয়ে চলার প্রবণতা সম্পর্কে একাধিক সাংবাদিকদের নানা অভিযোগের জবাবে হাস্যোজ্জ্বল সৈয়দ আশরাফ বলেন, প্রতিদিন মিডিয়াতে কথা বললে জনপ্রিয়তা বাড়ে না, বরং কমে। আর যত কম কথা বলা যায়, ততই ভুল হওয়ার সুযোগ কম থাকে। প্রতিদিন কথা বললে একটি মিথ্যা কথা ঢাকতে অনেক মিথ্যা কথাও বলতে হয়। তাছাড়া আমি যদি প্রতিদিন কথা বলি, তাহলে আমাদের দলের অন্য নেতারা সুযোগ পাবেন না- এটা তো ঠিক না। গণমাধ্যমকে সত্ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, সবসময়ের মত সরকার এখনো গণমাধ্যমের পাশে রয়েছে। আমরা চাই স্বাধীন ও সার্বভৌম সাংবাদিকতা। আর গণমাধ্যমের বিরুদ্ধে যেকোনো হামলা-মামলা ও নির্যাতনের বিষয়ে কোনো সহযোগিতার প্রয়োজন পড়লে সরকার তা অবশ্যই করবে। বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে আশরাফ বলেন, বঙ্গবন্ধুই হচ্ছেন একটি ইতিহাস। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা কোনদিনই আসতো না। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, দেশের স্বাধীনতা। গণমাধ্যমের প্রতি তাই অনুরোধ- জাতির পিতার মতো মহাপুরুষের দীর্ঘ ত্যাগ ও সংগ্রামী জীবনের কথা দেশের নতুন প্রজন্মের সামনে তুলে ধরুন। শুধু লেখনীর মাধ্যমেই নয়, তথ্যপ্রযুক্তির মাধ্যমেও ছোট ছোট শিশুর সামনে বঙ্গবন্ধুর আমরকীর্তি তুলে ধরতে হবে।     একুশে সংবাদ ডটকম/শান্ত/২৪.০৭.০১৫
Link copied!