AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সম্পদশালীদের নিয়ে ৮টি ভুল ধারণা


Ekushey Sangbad

০৪:২৭ পিএম, জুলাই ১, ২০১৫
সম্পদশালীদের নিয়ে ৮টি ভুল ধারণা

একুশে সংবাদ : ধনীদের নিয়ে মানুষ কত রকমের ধারণাই না পোষণ করেন। যুগে যুগে সম্পদশালী মানুষদের নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। এদের মধ্যে বেশ কিছু ধারণা বহুকাল ধরে ভুল হিসেবে প্রচলিত হয়ে এসেছে। এখানে জেনে নিন এমনই কিছু ভুল ধারণার কথা। তথ্যগুলো আমেরিকায় এক জরিপের মাধ্যমে তুলে আনা হয়েছে।   ১. অনেকেই মনে করেন, ধনীরা মানুষরা আসলে উত্তরাধীকার সূত্রে এ অর্থের মালিক হয়েছেন। তথ্যটি পুরপুরি ভুল। বর্তমান বিশ্বের ৮২ শতাংশ মানুষ নিজের প্রচেষ্টায় ধনী হয়েছেন।   ২. ধনী মানুষদের জীবনযাপন দেখে অনেকের ধারণা জন্মে যে, তারা হয়তো মোটেও পরিশ্রমী নন। এটি ভুল ধারণা। ৪৪ শতাংশ ধনী সপ্তাহে গরীবদের চেয়ে ১১ ঘণ্টা বেশি কাজ করেন। ৮৬ শতাংশ ধনী ফুল-টাইম চাকরি করেন। তারা সপ্তাহে অন্যদের চেয়ে ৫০ ঘণ্টা বেশি কাজ করেন। ৮৮ শতাংশ ধনী অন্যদের চেয়ে অসুস্থতাজনিত ছুটি কম নিয়ে থাকেন। ৫৫ শতাংশ ধনী লাঞ্চের সময় নেটওয়ার্কিংয়ের কাজ করেন।   ৩. ধনীরা সবার চেয়ে কম পরিমাণ ইনকাম ট্যাক্স দেন বলে মনে করা হয়। কিন্তু জরিপে দেখা গেছে, আমেরিকার শীর্ষস্থানীয় ১ শতাংশ ধনী ২২.৮৩ শতাংশ ট্যাক্স প্রদান করেন। এর পর শীর্ষ ৫০ শতাংশ ধনী প্রদান করেন ১৪.৩৩ শতাংশ ট্যাক্স। আইআরএস-এর জরিপে বলা হয়, মোট ট্যাক্সের ৪৫.৭ শতাংশ প্রদান করে শীর্ষের ১ শতাংশ ধনী।   ৪. ধনী হতে ভাগ্য লাগে বলে প্রচলিত ধারণা রয়েছে। ৯২ শতাংশ ধনী ভাগ্যে বিশ্বাস করেন না। মাত্র ৮ শতাংশ ধনী এর পেছনে সুযোগ এবং ভাগ্যকে প্রাধান্য দিয়েছেন।     ৫. এমনকি ধনীরা যে অনেক শিক্ষিত তাও নয়। আমেরিকার ধনীদের দুই-তৃতীয়াংশ কলেজ পাস করেননি। যারা নিজের চেষ্টায় সম্পদশালী হয়েছেন তাদের ৩৬ শতাংশ কখনোই কলেজে যাননি।   ৬. ধনীরা দান-খয়রাত করে না বলেই মনে করেন অনেকে। কারণ তারা নিজের উপার্জিত অর্থের পুরোটাই আগলে রাখেন। ৬২ শতাংশ ধনী তাদের উপার্জনের ৫-১০ শতাংশ সেবামূলক কাজে ব্যয় করেন।     ৭. অর্থ দিয়ে সুখ কেনা যায় না। কথাটি সত্য। তাই বলে এ কথা সত্য নয় যে, ধনীরা সুখী হতে পারেন না। বরং সুখের বহু উপকরণ তারা অর্থের বিনিময়ে সহজে পেতে পারেন। ৮২ শতাংশ ধনী নিজেদের সুখী বলে মনে করেন। ৯৪ শতাংশ ধনী জীবনযাপনের মান নিয়ে দারুণ সুখী।   ৮. বাড়তি বিলাস বা ভোগ ধনীরাই করতে পারেন। তাই বলে তারা যে সব সময় দামি গাড়ি, দামি পোশাক, দামি খাবার খান তা নয়। ৬৭ শতাংশ অর্থশালী মানুষ মিতব্যয়ী। ৮ শতাংশ এখনো সাধারণ দোকান থেকে কেনাকাটা করেন। ৩০ শতাংশ ফ্রি বা ডিসকাউন্ট অফার গ্রহণ করেন। ৯২ শতাংশ কখনো চলা ফেরায় বিমান বা ইয়ট ভাড়া করেননি। ৮৭ শতাংশ ধনী কখনো দামি গাড়ি কেনেননি। ৪৪ শতাংশ ৫ বছরের মধ্যে একটি করে রিকন্ডিশনড গাড়ি ক্রয় করেন।     একুশে সংবাদ/এম/ইয়াসমিন/০১/০৭/১৫
Link copied!