শীতের শেষের দিকে এক দিনে কলকাতার আশপাশে ঘুরে আসার জন্য বেশ কয়েকটি সুন্দর স্থান রয়েছে। এখানকার প্রকৃতি, শান্ত পরিবেশ এবং গ্রামীণ সৌন্দর্য ক্লান্তি দূর করতে সাহায্য করবে।
তিনটি জনপ্রিয় গন্তব্যের তালিকা রইল:
** আন্দুলপোতা (উত্তর ২৪ পরগনা, বাগদা মহকুমা): ছোট্ট এই গ্রামটি প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আদর্শ স্থান। এখানে রয়েছে মাছের ভেড়ি, আঁকাবাঁকা পিচের রাস্তা এবং বিশাল জলাভূমি। বিকেলের সূর্যাস্তের সময় এখানে সৌন্দর্য দ্বিগুণ হয়ে ওঠে। শীতকাল এই জায়গা ঘুরে দেখার জন্য সেরা সময়। শিয়ালদহ থেকে টোটো বা বাইকে করে সহজেই পৌঁছানো যায়।
** সবুজ দ্বীপ (হুগলি): হুগলি নদীর মধ্যে একটি ছোট্ট চর, যেখানে গাছগাছালি ও নদী পরিবেশে পরিপূর্ণ। হাওড়া থেকে কাটোয়া লাইনের সোমরাবাজার স্টেশনে নেমে, ফেরিঘাট থেকে ২০ মিনিট নৌকা যাত্রা করে পৌঁছানো যায় এখানে। শীতকালে এখানে পিকনিকের জন্য অনেক লোক আসেন, কিন্তু আপনি চাইলে নির্জনতার অনুভূতি উপভোগও করতে পারেন।
**দেউলটি (রূপনারায়ণ নদী, মেদিনীপুর): গ্রাম্য পরিবেশে শান্তি খুঁজছেন? দেউলটি পারফেক্ট জায়গা। এখানে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন, যা এখন একটি সাংস্কৃতিক স্থান। শীতকালে এই জায়গায় নদীর শান্ত পরিবেশে সময় কাটানো যায়। কলকাতা থেকে মাত্র ৬৩ কিলোমিটার দূরে এই জায়গায় পৌঁছানো সম্ভব।
এই সব জায়গা এক দিনে ঘুরে আসা যায়, তাই শীত ফুরানোর আগেই এই সুন্দর প্রকৃতির মাঝে একদিন সময় কাটানোর পরিকল্পনা করুন!
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

