AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ ব্রাইডন কার্স


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৪৮ এএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ ব্রাইডন কার্স

চোটের কারণে বাদ ব্রাইডন কার্স। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর খেলতে পারবেন না ইংল্যান্ডের পেসার। বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে হারলে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যেতে পারে। এমন অবস্থায় দলের এক পেসারকে হারানো আরও কঠিন পরিস্থিতি তৈরি করে দিল ইংল্যান্ডের জন্য।

এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বিভিন্ন দেশের বেশ কয়েক জন পেসার চোট পেয়েছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নেমে চোট পেলেন কার্স। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৫১ রান করেও হারতে হয়েছিল ইংল্যান্ডকে। ১৫ বল বাকি থাকতে সেই রান তুলে দেয় অস্ট্রেলিয়া। সেই ম্যাচ খেলতে নেমেই চোট পেয়েছিলেন কার্স। প্রায় ১০ রান প্রতি ওভার রান দিয়েছিলেন তিনি। পায়ের আঙুলে চোট লেগেছিল তার।

ইংল্যান্ডের ম্যাচ বাকি আফগানিস্তান (বুধবার) এবং দক্ষিণ আফ্রিকার (শনিবার) বিরুদ্ধে। ২৯ বছরের কার্স দল থেকে বাদ পড়ায় রেহান আহমেদকে দলে নিয়েছে ইংল্যান্ড। চোট পেয়ে বাদ যাওয়া পেসারের বদলে এক জন স্পিনার নিল তারা। ভারত সফরে ইংল্যান্ড দলে ছিলেন রেহান। কিন্তু তাকে খেলানো হয়নি। ইংল্যান্ড দলে স্পিনার হিসাবে ছিলেন আদিল রশিদ। তাঁর সঙ্গে অলরাউন্ডার জো রুট এবং লিয়াম লিভিংস্টোন স্পিন বল করছিলেন। সেই কারণেই রেহানকে দলে নেওয়া হয়েছে। যদিও আফগানিস্তান ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা খুবই কম। কারণ বুধবারই পাকিস্তান গিয়ে পৌঁছবেন তিনি।

কার্স বাদ যাওয়ায় আফগানিস্তানের বিরুদ্ধে জেমি ওভারটনকে খেলতে দেখা যেতে পারে। দলে সাকিব মেহমুদ এবং গাস অ্যাটকিনসনের মতো পেসারেরাও রয়েছেন।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!