চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই আয়োজক দেশ পাকিস্তান হেরে গিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬০ রানে হার মেনে নিতে পারছেন না পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। কেন হতাশ তিনি?
করাচিতে বুধবার প্রথমে ব্যাট করে ৩২০ রান করে নিউজিল্যান্ড। ২৬০ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। যে হারের পর রিজওয়ান বলেন, “বড় রানের লক্ষ্য দিয়েছিল ওরা। আমরা ভাবিনি এত রান তাড়া করতে হবে। ভেবেছিলাম ২৬০ রানের মধ্যে আটকে রাখতে পারব। নিজেদের সেরাটাই দিয়েছি আমরা। সব পরিকল্পনা কাজে লাগিয়েছি। কিন্তু ওরা খুব ভাল খেলেছে। বড় রানের লক্ষ্য দিয়েছিল আমাদের।”
করাচির পিচে ব্যাট করা সহজ ছিল না। রিজওয়ান বলেন, “পিচ দেখেছিলাম আমরা। প্রথম দিকে ব্যাট করা সহজ ছিল না। কিন্তু উইল ইয়ং এবং টম লাথাম ব্যাট করার সময় পিচটা সহজ হয়ে গিয়েছিল। আমরা ব্যাট করার সময় আবার সেই একই ভুল করেছি, যা লাহোরে করেছিলাম। আমরা আর পাঁচটা সাধারণ ম্যাচের মতোই এই ম্যাচটা খেলেছি। তবে এই ম্যাচটা শেষ। আশা করি পরের ম্যাচগুলোতে ভাল ফল করব।”
পাকিস্তানের পরের ম্যাচ খেলবে ভারতের বিরুদ্ধে। ২৩ ফেব্রুয়ারি সেই ম্যাচ হবে দুবাইয়ে। ভারতের বিরুদ্ধে হেরে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে যাবে আয়োজকদের।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

