AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডেজার্ট ভাইপার্সকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:২৮ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

ডেজার্ট ভাইপার্সকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস

২০২৫ ফাইনালে দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুলে ছিলেন ডেজার্ট ভাইপার্সের অধিনায়ক স্যাম কারান। তবে শেষ পর্যন্ত তাঁর লড়াই কাজে আসেনি। শেষ পর্যন্ত চার উইকেটে ম্যাচটি জিতে দুবাই ক্যাপিটালস চ্যাম্পিয়ন হয়। ম্যাচ হারলেও ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই ম্যাচে, বাঁহাতি এই ব্যাটসম্যান স্কট কুগেলেইনের এক ওভারে বিশাল ১১৭ মিটার ছক্কা হাঁকান এবং দলের স্কোরকে শক্ত অবস্থানে নিয়ে যান। 

৭৫/৩ স্কোরে ক্রিজে আসেন স্যাম কারান এবং দলের দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। চাপের মুখে নিজের প্রথম আট বলে একটি বাউন্ডারি হাঁকান এবং এরপর ইন-ফর্ম বোলার কাইস আহমেদের বিরুদ্ধে প্রথম ছক্কাটি মারেন। তবে কারানের আসল তাণ্ডব শুরু হয় ১৮তম ওভারে, যখন তিনি ওয়েস্ট ইন্ডিয়ান পেসার ওবেড ম্যাককয়কে এক ওভারে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে নিজের স্কোর ২৬ বলে ৪২ রানে নিয়ে যান। এরপর ১৯তম ওভারে স্কট কুগেলেইনের বলে বিশাল ১১৭ মিটার ছক্কা হাঁকিয়ে বলকে গ্যালারির সর্বোচ্চ স্তরে পাঠিয়ে দেন।

শেষ পর্যন্ত কারান ৩৩ বলে ৬২ রানে অপরাজিত থাকেন।তার এই দুর্দান্ত ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। র ইনিংসের ফলে ডেজার্ট ভাইপার্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে। এই ইনিংসের ফলে স্যাম কারানের টুর্নামেন্টে মোট রান সংখ্যা দাঁড়ায় ৩৮৭, যা এই আসরে পঞ্চম সর্বোচ্চ রান।   

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ডেজার্ট ভাইপার্সের শুরুটা ভালো হয়নি। ৪.২ ওভারে ৩৪ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে দল চাপে পড়ে যায়। তবে দলের হাল ধরেন ম্যাক্স হোল্ডেন, যিনি ৫১ বলে ৭৬ রান করেন, ১২টি চার হাঁকিয়ে। শেষের দিকে স্যাম কারান ও আজম খান (১৩ বলে ২৭)* দুর্দান্ত ব্যাটিং করেন এবং দলকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোরের দিকে নিয়ে যান। দুবাই ক্যাপিটালসের হয়ে ওবেড ম্যাককয় ২টি উইকেট নেন, আর হায়দার আলি ও সিকান্দার রাজা ১টি করে উইকেট শিকার করেন।

১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুবাই ক্যাপিটালসের শুরুটা ভয়াবহ হয়। মাত্র ৪.৫ ওভারে ৩১ রানে তিনটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় দল। তবে ওপেনার শাই হোপ ও রোভম্যান পাওয়েল ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যান। রোভম্যান পাওয়েল ৩৮ বলে ৬৩ রান করেন এবং শাই হোপ ৩৯ বলে ৪৩ রান করেন। এরপরে দাসুন শানাকা ১০ বলে ২১ রানের ইনিংস খেলেন এবং সিকান্দার রাজা ১২ বলে অপরাজিত ৩৪ বলের ইনিংস খেলে ম্যাচটি জেতান।

ডেজার্ট ভাইপার্স ও দুবাই ক্যাপিটালস উভয়েই এর আগে একবার করে আইএলটি ২০  ফাইনালে উঠলেও কখনও ট্রফি জিততে পারেনি। তবে ২০২৫ সালের এই ফাইনালে অবশেষে দুবাই ক্যাপিটালস তাদের প্রথম আইএলটি ২০ শিরোপা জিতল। 

 

একুশে সংবাদ/ এস কে

 

 

 


 

 

 

Shwapno
Link copied!