মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ম্যাচে ১০ উইকেটে জিতেছে পাকিস্তান। মঙ্গলবারের (৩ ডিসেম্বর) সকাল ১১টায় টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ।
ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ১৩৯ রান করে। আরিফ হোসেন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করে। পাকিস্তানের বাবর আলী বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়ে দ্রুত দুই উইকেট তোলেন। অন্যদিকে মোহাম্মদ সালমান এবং মতিউল্লাহ একটি করে উইকেট নেন। যার ফলে বড় হয়নি বাংলাদেশের স্কোর।
জবাবে, পাকিস্তান দৃষ্টিহীন দল মাত্র ১১ ওভারে ১৪০ রান করে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায়। পাকিস্তানের দুই ওপেনার নিসার আলি ও মোহাম্মদ সফদার খেলা শেষ করে। নিসার আলি অপরাজিত থাকেন ৭২ রানে এবং মোহাম্মদ সফদার থাকেন ৪৭ রানে।
উল্লেখ্য, ভারতে প্রথম দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ২০১২ সালে। সেবার পাকিস্তানকে ২৯ রানে হারায় ভারত।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

