AB Bank
ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানকে হারিয়ে এমার্জিং এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৪২ পিএম, ২৫ অক্টোবর, ২০২৪
পাকিস্তানকে হারিয়ে এমার্জিং এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা

গতবার ওয়ান ডে ফর্ম্যাটের এমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান-এ দল। তবে এবার টি-২০ ফর্ম্যাটের এমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালে ওঠা হল না তাদের। সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিতে হল গতবারের চ্যাম্পিয়নদের।

শুক্রবার এমার্জিং টিমস টি-২০ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে সম্মুখসমরে নামে পাকিস্তান-এ দল ও শ্রীলঙ্কা-এ দল। ওমানে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৩৫ রান সংগ্রহ করে।

ওপেন করতে নেমে পাকিস্তানের হয়ে কার্যত একা লড়াই চালান ওমর ইউসুফ। তিনি লড়াকু হাফ-সেঞ্চুরি করেন। ইউসুফ ৪৬ বলে ৬৮ রান করে সাজঘরে ফেরেন। মারেন ৫টি চার ও ৪টি ছক্কা। বাকিরা কেউই ব্যাট হাতে প্রতিরোধ গড়তে পারেননি।

হায়দার আলি ১৫ বলে ১৪ রান করেন। ১২ বলে ১৩ রান করেন মহম্মদ ইমরান। ৮ বলে ১০ রান করেন আরাফত মিনহাস। আব্বাস আফ্রিদি করেন ১১ বলে ৯ রান। ইয়াসির খান ২, ক্যাপ্টেন মহম্মদ হ্যারিস ৬ ও সুফিয়ান মুকিম ৪ রানের সংক্ষিপ্ত যোগদান রাখেন।

শ্রীলঙ্কা-এ দলের হয়ে ৪ ওভারে ২১ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন দুশান হেমন্ত। ৪ ওভারে ২১ রান খরচ করে ২টি উইকেট নেন নিপুন রণশিকা। এশান মালিঙ্গা ৪ ওভারে ২৮ রান খরচ করে ২টি উইকেট পকেটে পোরেন।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা-এ দল ১৬.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩৭ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ২১ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে ওঠে শ্রীলঙ্কা-এ দল।

শ্রীলঙ্কার হয়ে লড়াকু হাফ-সেঞ্চুরি করেন আহান বিক্রমাসিংহে। তিনি ৪৬ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। লাহিরু উদারা ২০ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন। যশোদা লঙ্কা ১১, ক্যাপ্টেন নুয়ানিদু ফার্নান্ডো ৯ ও সাহান আরাচ্চিগে অপরাজিত ১৭ রান করেন।

পাকিস্তানের হয়ে ১টি করে উইকেট নেন সুফিয়ান মুকিম ও আব্বাস আফ্রিদি। শ্রীলঙ্কার যশোদা অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হন। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্য়াচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন শ্রীলঙ্কার দুশান হেমন্ত।

একুশে সংবাদ/ এস কে

Link copied!