AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বাটলার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:১৩ পিএম, ২২ অক্টোবর, ২০২৪
ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বাটলার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তার পরিবর্তে অল-রাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে অস্থায়ী অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এ মাসের শুরুতে ওয়ানডে সিরিজে জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিসেট বোর্ড (ইসিবি) বাটলারকে রেখেই স্কোয়াড ঘোষনা করেছিল। 

গত জুনে ভারতের বিরুদ্ধে আইসিসি টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে পর আর কোন ম্যাচে অংশ নেননি বাটলার। সে কারনে ধারনা করা হয়েছিল ক্যারিবীয় সিরিজের মাধ্যমে বাটলার দলে ফিরতে যাচ্ছেন। বছরের শুরুতে কাফ ইনজুরিতে পড়া ৩৪ বছর বয়সী বাটলার এখনো পুনর্বাসনের মধ্যে আছেন। সর্বশেষ আপডেট অনুযায়ী বাটলার এখনো পরিপূর্ণ ফিটনেস ফিরে পাননি। ইতোমধ্যেই তার পুনর্বাসনের সময়সীমাও বাড়ানো হয়েছে। এখনো পর্যন্ত বাটলারের পরিবর্তে নতুন কাউকে দলে অন্তর্ভূক্ত করেনি ইংল্যান্ড।

ওয়ানডেতে যেহেতু বাটলারকে পাওয়া যাচ্ছে না, সে কারনে ১৪ সদস্যের পরিবর্তে ১৩ সদস্যের দল নিয়েই ক্যারিবীয় সফরে যাবে ইংল্যান্ড। যদিও ইসিবির সাম্প্রতিক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজ থেকে দুজন খেলোয়াড় ক্যারিবীয়ান সফরের দলের সাথে যোগ দিবেন।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এন্টিগাতে আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে। ৯ নভেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচে টি২০ সিরিজ। আশা করা হচ্ছে টি২০ সিরিজে দলের সাথে যোগ দিবেন বাটলার।

ওয়ানডে সিরিজ :
৩১ অক্টোবর : ১ম ওয়ানডে, স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, এন্টিগা
২ নভেম্বর : ২য় ওয়ানডে, স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, এন্টিগা
৬ নভেম্বর : ৩য় ওয়ানডে, কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, বার্বাডোজ

টি২০ সিরিজ :
৯ নভেম্বর : ১ম টি২০, কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, বার্বাডোজ
১০ নভেম্বর : ২য় টি২০, কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, বার্বাডোজ
১৪ নভেম্বর : ৩য় টি২০, বিসিয়ার স্টেডিয়াম, গ্রস আইসলেট, সেন্ট লুসিয়া
১৬ নভেম্বর : ৪র্থ টি২০, বিসিয়ার স্টেডিয়াম, গ্রস আইসলেট, সেন্ট লুসিয়া
১৭ নভেম্বর : ৫ম টি২০, বিসিয়ার স্টেডিয়াম, গ্রস আইসলেট, সেন্ট লুসিয়া


একুশে সংবাদ/ এস কে

Link copied!