AB Bank
ঢাকা বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিদেশে বিকেএসপির টেবিল টেনিস খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ গ্রহণ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:০৭ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
বিদেশে বিকেএসপির টেবিল টেনিস খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ গ্রহণ

চীন ও বাংলাদেশ সরকারের মধ্যকার অ্যাডভান্স ট্রেনিং এর আওতায় বিকেএসপির টেবিল টেনিস বিভাগের  ১৩ সদস্যের একটি প্রশিক্ষণ দল ৪০ দিনের প্রশিক্ষণ শেষে গত ১৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠানে প্রত্যাবর্তন করে। প্রশিক্ষণ দলে বিকেএসপির ৬ জন ছেলে (জয় ইসলাম, নাফিজ ইসলাম, আবুল হাসেম হাসিব, মো: তাহমিদুর রহমান, মো: মনিরুল ইসলাম ও মো: মাহাতাবুর রহমান ), ৬ জন মেয়ে (মুসরাত জান্নাত সিগমা, আসমা খাতুন, নুসরাত জাহান অনন্যা, হাবিবা খাতুন, খৈ খৈ সাই মারমা ও রেশমী ) অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে  ছিলেন বিকেএসপির কোচ  ইসরাত জাহান নাহিমা । প্রশিক্ষণ ক্যাম্পটি  গত ২৮ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত চীনের হুনান প্রদেশের ভোকেশনাল কলেজে অনুষ্ঠিত হয়। চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট করপোরেশন এজেন্সি চীনের উন্নত প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহন করে।

আজ সকালে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম প্রত্যাবর্তনকারী টেবিল টেনিস দলটির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন । মহাপরিচালক সকলের খোঁজ খবর নেন এবং চীনের উন্নত  প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে নিজ নিজ ক্যারিয়ার সমৃদ্ধ করার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

 একুশে সংবাদ/ এস কে 


 

Link copied!