সিমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ড ক্রিকেট দলের আগামী কোচ হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে ছিলেন প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রিউ ফ্লিনটফ, যদিও পরে শোনা যায় দলের সিমিত ওভারের অধিনায়ক জোস বাটলারের সঙ্গে তাঁর সম্পর্কের তিক্ততার জন্য তিনি এই দায়িত্ব নিতে চাননি।
এরপরই অন্তবর্তীকালীন কোচ হিসেবে ইংল্যান্ডের সিমিত ওভারের দলের কোচ হিসেবে বেছে নেওয়া হয় প্রাক্তন ক্রিকেটার মার্কাস ট্রেসকোথিককে। ২০০০ সাল নাগাদ ইংল্যান্ড দলের তারকা ব্য়াটার ছিল ট্রেসকোথিক, বর্তমানে তিনি টেস্ট দলের কোচিং স্টাফের মধ্যেও রয়েছেন। এছাড়াও বাটলারের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো হওয়ার কারণেই তাঁকে বেছে নেওয়া হয়।
ইংল্যান্ডের সিমিত ওভারের ফরম্যাটে কোচ ছিলেন ম্যাথিউ মট। কিন্তু ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ এবং ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ ডিফেন্ড করতে পারেনি ইংল্যান্ড। এরপরই ইসিবির কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন মট। সেই পদে আপাতত বসতে চলেছেন ট্রেসকোথিক। বর্তমানে শ্রীলঙ্কার টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড দলের সঙ্গে রয়েছেন তিনি, তবে দ্রুত অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের সিমিত ওভারের সিরিজের জন্য দলের সঙ্গে যোগ দেবেন তিনই। অর্থাৎ এক ইংল্যান্ড দল থেকে আরেক ইংল্যান্ড দলের দায়িত্ব নেবেন তিনি।
মটের পরিবর্তে ইংল্যান্ডের সিমিত ওভারের ফরম্যাটে কোচ হিসেবে দায়িত্ব নিয়ে মার্কাস ট্রেসকোথিক বলছেন, ‘এই ধরণের দায়িত্ব যে আমি পাব সেটা আমি ভাবতে পারিনি। তাই আপাতত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ছাড়া অন্য কিছু ভাবছি না। আর তাঁর আগে টেস্ট দলের সঙ্গে কাজ করাতেই আমি ফোকাসড রয়েছি। আমাদের পরপর সিরিজ চলছে শীতকালে। প্রথমে পাকিস্তান, তারপর নিউজিল্যান্ড। ফলে একটু সময়ের জন্য বসে খুব বেশি ভাবার সময় নেই।আমি দায়িত্ব পেয়ে যথেষ্ট উচ্ছসিত, এখন কাজ করার দিকেই মনোনিবেশ করতে চাই। ভবিষ্যৎের কথা ভবিষ্যৎেই ভাবতে চাই’।
সোমারসেট দলের হয়ে অধিনায়ক জোস বাটলারের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন সিমিত ওভারের ফরম্যাটে ইংল্যান্ডের নতুন কোচ মার্কাস ট্রেসকোথিক। তাঁদের যুগলবন্দীতে সাফল্য আসবে বলে আশায় রয়েছে ইসিবি। শ্রীলঙ্কার সিরিজের পর অস্ট্রেলিয়া সিরিজ শুরু হওয়ায় দুটি দল তৈরি থাকছে ইংল্যান্ডের।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :