AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানের বিপক্ষে ফিরছেন আর্চার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৫৯ পিএম, ৬ এপ্রিল, ২০২৪
পাকিস্তানের বিপক্ষে ফিরছেন আর্চার

আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই পেসার জোফরা আর্চারকে দলে ফেরানোর আশা করছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ঐ সিরিজে ফিটনেস নিয়ে কোন জটিলতা দেখা না দিলে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও আর্চারের  থাকার  সম্ভাবনা থাকছে বলে জানিয়েছেন ইসিবির ক্রিকেট পরিচালক রব কি। 

২০১৯ সালের ওয়ানডে বিশ^কাপের পর থেকে ইনজুরি কোনভাবেই পিছু ছাড়ছে না আর্চারের। বিভিন্ন সময় বিভিন্ন ইনজুরির সাথে লড়াই করতে হয়েছে তাকে। ঐ বিশ্বকাপের পর এই পাঁচ বছরে মাত্র ১৩টি টেস্ট, ৭টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ২০২১ ও ২০২২ সালের টি-টোয়েন্টি এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেননি এই ডান হাতি পেসার।  

সম্প্রতি ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠায় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে আর্চারকে দলে পাবার স্বপ্ন দেখছে ইংল্যান্ড। কারন গত মাসে কাউন্টি দল সাসেক্সের হয়ে ভারতের মাটিতে অনুশীলন ক্যাম্পে বোলিংয়ে স্বাচ্ছন্দ্যবোধ করায় আসন্ন পাকিস্তান সিরিজেই আর্চারকে দলে চায় ইসিবি।  

টি-টোয়েন্টি বিশ্বকাপে আর্চারকে পাওয়া যাবে কিনা, স্কাই স্পোর্টসের এমন প্রশ্নের উত্তরে রব কি বলেন, ‘অবশ্যই। প্রাক-মৌসুমে সাসেক্সের সাথে ভারতে অনুশীলন করেছে আর্চার। সেখানে দ্রুত গতিতে বোলিং করেছে এবং সত্যিই ভালো করেছে সে।’

তিনি আরও বলেন, ‘সে ক্যারিবিয়ানে ফিরে গেছে। সেখানে কিছু ক্লাব ক্রিকেট খেলবে। এসব কিছুই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির প্রক্রিয়া। আশা করি, সে পাকিস্তান সিরিজে খেলবে। এই অবস্থায় তাকে নিয়ে আশা করা ছাড়া কিছু করার নেই।’

দীর্ঘ সময়ের জন্য আর্চারকে দলে পেতে কোনরকম তাড়াহুড়া করতে চান না রব কি। তিন ফরম্যাটের জন্য আর্চারকে নিয়ে ভিন্ন পরিকল্পনার কথা বললেন রব কি, ‘আমরা ধীরে ধীরে সামনে এগোবো । অল্প সময়ের জন্য নয়, যাতে দীর্ঘ সময়ের জন্য তাকে পেতে পারি। এই গ্রীষ্ম ও শীত মৌসুমে সাদা বলের ক্রিকেট খেলবে সে। আশা করি, যখন আমরা তাকে টেস্টের জন্য পাবো তখন পরের গ্রীষ্মে ভারতের বিপক্ষে এবং অ্যাশেজে খেলবে সে। সব ফরম্যাটে তাকে ফিরিয়ে আনার জন্য এটি একটি ধীর গতির প্রক্রিয়া।’ 

 

একুশে সংবাদ/এস কে

Link copied!