AB Bank
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লিটনকে নিয়ে যা বললেন পাপন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০২:৪১ পিএম, ২৬ মার্চ, ২০২৪
লিটনকে নিয়ে যা বললেন পাপন

সাদা বলে অধারাবাহিক হওয়ার কারণে শ্রীলংকার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। যদিও দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টাইগার একাদশে ফেরেন তিনি। কিন্তু ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি। উল্টো ভুল শট খেলে সমালোচিত হচ্ছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

মঙ্গলবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় নানা ইস্যুতে কথা বলেন তিনি। অবধারিতভাবেই লিটন দাসকে নিয়েও প্রশ্নবাণ ছুটে গেল বিসিবি বসের দিকে।

সম্প্রতি নাজমুল হোসেন শান্তকে তিন ফরম্যাটেরই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিসিবি। ঘরের মাঠে শ্রীলংকা সিরিজ দিয়ে পূর্ণ দায়িত্ব পেয়েছেন তিনি। এদিকে নেতৃত্ব না পাওয়াটাই কি তবে কাল হয়েছে লিটনের, প্রভাব ফেলেছে ফর্মে?

এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপনের স্পষ্ট উত্তর, ‘কোচ-ক্যাপ্টেন কে হবেন, এটা বোর্ডের ডিসিশন। এটা কারো ব্যক্তিগতভাবে পছন্দ   হলো কিংবা হলো না তাতে কিছু যায় আসে না।’

পাপন যোগ করেন, ‘ওর (লিটন) পারফরম্যান্স ওয়ার্ল্ড কাপ থেকেই দেখছি, সামথিং ইজ রং মনে হয়েছে। সেজন্য ওডিআই থেকে বাদও পড়েছে ও। চিন্তা করে দেখেন, ওর মতো ওপেনার, এতো বছর ধরে আমরা যাকে খেলিয়েছি, ডিপেন্ড করেছি এবং হি ইজ পারফরমড। এমন না যে ও খেলা পারে না। বিউটিফুল প্লেয়ার। কিন্তু কিছু একটা সমস্যা হচ্ছে জন্যই আমরা তাকে ওয়ানডে থেকে ড্রপ করেছি। আমার দৃঢ় বিশ্বাস এর সঙ্গে ক্যাপ্টেন্সির কোন সম্পর্ক নেই।’

তৃতীয় ওয়ানডে থেকে বাদ পড়লেও সিলেট টেস্টে দলের অটোচয়েজই ছিলেন লিটন। টেস্টে  তার ফর্মটাও ভালোই যাচ্ছিল। কিন্তু সিলেটে লিটন যেভাবে ব্যাটিং করেছেন, বা মাঠে যেরকম অমনযোগি মনে হয়েছে তাকে, সেই হিসেবে দলের বাইরে রাখাই উত্তম ছিল বলে মনে করেন বিসিবি সভাপতি পাপন।

তিনি বলেন, ‘টেস্ট ম্যাচটাতে না খেলালেই ভালো হতো, আমাকে যদি জিজ্ঞেস করেন। কিন্তু আপনারা তখন বলতেন, টেস্টে তার এমন রেকর্ড, এই সেই, ওকে কেন বাদ দিল- হুলস্থূল একটা ব্যাপার খামাখাই করত মানুষ। কিন্তু ওকে এই সময়ে একটা ব্রেক দিলে আমার ধারণা ও ভালোভাবেই কামব্যাক করে আসতে পারবে।’

তাহলে কি চট্টগ্রাম টেস্টে ব্রেক দেওয়া হচ্ছে লিটনকে? এমন প্রশ্নের অবশ্য সরাসরি জবাব দিলেন না বিসিবি সভাপতি, ‘ব্রেকটা তার দরকার, এ ব্যাপারে আমরা তো সিদ্ধান্ত নিয়েছিই। এ জন্য তো তাকে একটা ব্রেকে পাঠানো হয়েছিলই। সমস্যা হচ্ছে ওর যা টেস্টের স্ট্যাটিস্টিকস, ও টেস্টে ছয় নম্বরে বা পাঁচ নম্বরে যে রান করে গেছে বা যেভাবে খেলেছে, সেটাকে একদম ফেলে দেওয়ার মতো না।’

একুশে সংবাদ/এস কে

Link copied!