AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জয় দিয়ে আইপিএল শুরু করতে মরিয়া কেকেআর


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৩৪ পিএম, ২৩ মার্চ, ২০২৪

জয় দিয়ে আইপিএল শুরু করতে মরিয়া কেকেআর

২০১৪ সালে শেষবার আইপিএলের ট্রফি হাতে তোলে কলকাতা নাইট রাইডার্স। সুতরাং এক দশক হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়র লিগের খেতাব জেতেনি কেকেআর। যে অধিনায়কের হাত ধরে কলকাতা তাদের একজোড়া আইপিএল ট্রফি জিতেছে, তাকে এবার ঘরে ফিরিয়েছে কলকাতা। যদিও নতুন ভূমিকায়। গৌতম গম্ভীরের মেন্টর হয়ে নাইট শিবিরে ফেরার সঙ্গে সঙ্গে কলকাতার চ্যাম্পিয়ন হওয়ার ভাগ্য ফেরে কিনা, সেটাই হবে দেখার। আপাতত ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৪-এ নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বাধা টপকানোই হবে কেকেআরের প্রধান চ্যালেঞ্জ।

কলকাতা নাইট রাইডার্স গত বছরে পাওয়ার প্লে-তে সব থেকে বেশি রান খরচ করে। পাওয়ার প্লে-তে তারা ওভার প্রতি ৯.৭৮ রান খরচ করে। এই নিরিখে পিছিয়ে ছিল না হায়দরাবাদ। তারা পাওয়ার প্লে-তে ওভার প্রতি ৯.২৯ রান খরচ করে। সুতরাং, এবছর গত বারের সেই ভুল শুধরে নিতে চাইবে দু‍‍`দল। 

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ইডেনে ১টি ছক্কা মারলেই অনবদ্য এক মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন শ্রেয়স আইয়ার। সেক্ষেত্রে আইপিএলের ইতিহাসে ১০০টি ছক্কা হাঁকানোর নজির গড়বেন কেকেআর দলনায়ক। উল্লেখ্য, আরসিবির বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর উদ্বোধনী ম্যাচে রবীন্দ্র জাদেজা ঠিক এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন।

আইপিএল ২০২৪ অভিযান শুরুর আগে নাইট সমর্থকদের প্রধান আগ্রহের বিষয় এই যে, ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার কি প্রথম ম্যাচ থেকেই মাঠে নামতে পারবেন? কেননা তাঁর ম্যাচ ফিটনেস নিয় সংশয় রয়েছে। সারাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের আগের দিনও নেটে ব্যাট করেছেন শ্রেয়স। এখন দেখার যে, প্যাট কামিন্সের সঙ্গে শ্রেয়স ইডেনে টস করতে নামেন কিনা।

একুশে সংবাদ/এস কে

Shwapno
Link copied!