AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড় ট্রফির খরা ঘোচাতে চান টাইগার অধিনায়ক শান্ত


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:০২ পিএম, ৩ মার্চ, ২০২৪
বড় ট্রফির খরা ঘোচাতে চান টাইগার অধিনায়ক  শান্ত

আন্তর্জাতিক অঙ্গনে এখনো  বড় কোন ট্রফি জিততে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। তবে সদ্যই  টাইগার দলের নিয়মিত অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত  এবার সে খরা কাটিয়ে  বাংলাদেশকে বড় ট্রফি জয়ের স্বাদ পাইয়ে দিতে  বদ্ধপরিকর ।

এখন পর্যন্ত মাত্র একটি আন্তর্জাতিক ট্রফি জিতেছে বাংলাদেশ। ২০১৯ সালের বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এছাড়াও, কয়েকবার এশিয়া কাপ ট্রফি জয়ের কাছাকাছি পৌঁছেও শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে পারেনি টাইগাররা।

তবে শান্তর বিশ্বাস, নিখুঁত পরিকল্পনার মাধ্যমে  ট্রফি জয়ের খরা কাটানো সম্ভব।

আগামীকাল সফরকারী  শ্রীলংকা দলের  বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি  সিরিজ শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ দলের  নিয়মিত অধিনায়ক হিসেবে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে প্রথম সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমরা ওয়ানডে ক্রিকেটে ভালো করছি, কিন্তু দল হিসেবে আমরা  এখন পর্যন্ত বড় কোন ট্রফি জিততে পারিনি। কিভাবে আমরা বড় টুর্নামেন্টে ভালো করতে পারি এবং একটি ট্রফি জিততে পারি তার জন্য আমাদের ভাল পরিকল্পনা করতে হবে।’

তিনি আরও বলেন, যদিও নিজেদের উন্নতি দেখিয়েছে বাংলাদেশ, তারপরও টেস্ট ফরম্যাটে ভালো দল হতে কঠোর পরিশ্রম করতে হবে।

শান্ত বলেন, ‘আমি মনে করি না আমরা টেস্ট ফরম্যাটে খুব বেশি উন্নতি করেছি। কিন্তু আমরা ভালো খেলতে শুরু করেছি। এখন আমি চাই, ঘরের মাঠে ম্যাচ জিততে এবং একই সাথে বিদেশের মাটিতে টেস্টে লড়াকু মনোভাব দেখাতে। টেস্টে ক্রিকেটের গুরুত্ব যেন খেলোয়াড়রা বুঝতে পারে সেটাই  আমার চাওয়া।’

প্রায়ই দুর্বল দলের কাতারে রাখা হলেও গত দুই বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে যথেষ্ট উন্নতি করেছে বাংলাদেশ। গত পাঁচটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত টাইগাররা। সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের মতো দলের বিপক্ষে সিরিজ জিতলেও, নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ করে তারা। এই ফরম্যাটে বড় দল হয়ে উঠতে ধারাবাহিকতা ধরে রাখতে চান শান্ত।

তিনি বলেন, ‘আমরা টি-টোয়েন্টি ফরম্যাটে অনেক উন্নতি করেছি। কিন্তু আমরা নিজেদের এমন একটি জায়গায় নিতে চাই যাতে বিশ্বের যে কোনও কন্ডিশনে জিততে পারি।’

শান্ত আরও বলেন, ‘তিন ফরম্যাটেই ধারাবাহিকভাবে ভালো করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আশা করি সবাই দলের জন্য অবদান রাখবে এবং দলের সাফল্যে সহায়তা করবে।’

অধিনায়কত্বের গুরু দায়িত্ব ব্যক্তিগত পারফরমেন্সে প্রভাব ফেলবে না বলে মনে করেন শান্ত। তার বিশ^াস  যে অবস্থাতেই হোক রান করতেই হবে তাকে।

তিনি বলেন, ‘আপনি অধিনায়ক হোন বা না হোন, আপনাকে রান করতেই হবে। আমি প্রথমে নিজেকে দলের একজন ব্যাটার হিসেবে মনে করি। এজন্য আমার দায়িত্ব হচ্ছে যতটা সম্ভব রান করা। এরপর আমি অধিনায়ক, এজন্য আমাকে সব কিছু দেখভাল করতে হবে।’

সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট খারাপ সময় পার করেছেন শান্ত। কিন্তু রানে ফিরতে কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা সাজিয়েছেন তিনি। যা শ্রীলংকা সিরিজে রানে ফিরতে তাকে সহায়তা করবে বলে মনে করেন টাইগার দলপতি।

শান্ত বলেন, ‘শুধু বিপিএলটা  আমার খারাপ কেটেছে। আমি কিছু বিষয়ে কাজ করেছি। আশা করি, এটি কাজে দিবে এবং আসন্ন সিরিজে রানে ফিরবো।’

একুশে সংবাদ/এস কে

Link copied!