AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অশ্বিনের আরও কাছে কামিন্স


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৫৯ পিএম, ১০ জানুয়ারি, ২০২৪
অশ্বিনের আরও কাছে কামিন্স

আইসিসি টেস্ট বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা ভারতের রবীচন্দ্রন অশ্বিনের আরও কাছে পৌঁছেছেন  অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স।

সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্টে সিরিজে সেরা খেলোয়াড় হওয়ায় র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে দ্বিতীয়স্থানে উঠেছেন অসি অধিনায়ক কামিন্স। সেই সাথে শীর্ষে থাকা অশ্বিনের সাথে রেটিং ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছেন তিনি। অশ্বিন ও কামিন্সের মধ্যে রেটিং ব্যবধান এখন মাত্র ৫।

৮৬৩ রেটিং নিয়ে তালিকার শীর্ষে আছেন অশ্বিন। ৮৫৮ রেটিং নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠেছেন কামিন্স।

সিডনিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ৫ উইকেট নিয়ে র‍্যাংকিংয়ের চার ধাপ এগিয়ে সপ্তমস্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড।

বছরের শুরুতে কেপ টাউনের নিউল্যান্ডসে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বোলারদের বিধ্বংসী বোলিংয়ে ম্যাচটি দেড়দিন ও ৬৪২ বলের মধ্যে শেষ হওয়ায় ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্ট হিসেবে রেকর্ড বইয়ে জায়গা করে নেয়। ঐ টেস্টে ৮ উইকেট শিকার করার সুবাদে  র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে চতুর্থস্থানে উঠেছেন  ভারতের পেসার জসপ্রিত বুমরাহ।

ইতিহাস গড়া টেস্টে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। ১৩ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৭তমস্থানে উঠেছেন সিরাজ।

পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টের দুই ইনিংসে ৬০ ও অপরাজিত ৬২ রান করেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।  যার স্বীকৃতি হিসেবে তিন ধাপ এগিয়ে চতুর্থস্থানে উঠেছেন তিনি। তৃতীয়স্থানে আছেন লাবুশেনের সতীর্থ স্টিভেন স্মিথ।

কেপ টাউনে বোলারদের আগুন ঝড়ানো বোলিংয়ে টেস্টে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম। দ্বিতীয় ইনিংসে ১০৬ রান করে ৯ ধাপ এগিয়ে ২০তমস্থানে উঠেছেন মার্করাম।

এছাড়া ভারতের বিরাট কোহলি তিন ধাপ এগিয়ে ষষ্ঠ এবং অধিনায়ক রোহিত শর্মা চার ধাপ এগিয়ে দশমস্থানে উঠেছেন।

 

একুশে সংবাদ/এস কে

Link copied!