নিজেদের জয়রথ অব্যাহত রেখেছে ম্যানচেস্টার সিটি। এই মুহূর্তে প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষে অবস্থান করছে সিটিজেনরা। তবে সবশেষ জয়ের ম্যাচে একটি অঘটনের শিকার হয়েছেন আর্জেন্টাইন ফুটবলার জুলিয়ান আলভারেজ।
গত ৪ নভেম্বর ইতিহাদ স্টেডিয়ামে বোর্নমাউথকে ৬-১ গোলে উড়িয়ে দেয় ম্যানচেস্টার সিটি। ম্যাচটিতে জোড়া গোল করেন বার্নার্দো সিলভা। জেরেমি ডকু, ম্যানুয়েল আকাঞ্জি, ফিল ফোডেন ও নাথান অ্যাকে বাকি গোলগুলো করেন। বোর্নমাউথের পক্ষে একটি গোল শোধ করেন লুইস সিনিস্টেরা।
এই ম্যাচটিতে খেলার ৩২ মিনিটে সিটির পক্ষে দ্বিতীয় গোল করেন বার্নার্দো সিলভা। দলের সঙ্গে সেই গোল উদযাপনের সময়ে দেখা যায় আলভারেজের সামনের একটি দাঁত ভেঙে গেছে। তবে বিষয়টি তিনি তখন বুঝতে পারেননি। দাঁত ভাঙার বিষয়টি সিলভা জানান আর্জেন্টাইন তারকাকে। পরে আলভারেজ মুখে হাত দিয়ে নিশ্চিত হন।
এ দিকে বিভিন্ন গণমাধ্যম বলছে, গোল উদযাপনের সময়ে নাকি খেলার সময়ে আলভারেজ দাঁত ভেঙেছেন সেটি নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, গোল উদযাপনের মুহূর্তেই তিনি এমন অপ্রীতিকর ঘটনার শিকার হন। ম্যাচটিতে সেভাবেই খেলা শেষ করেন আলভারেজ।
যদিও খুব দ্রুত তিনি দাঁতের চিকিৎসা সম্পন্ন করেছেন। বিষয়টি নিশ্চিত করে সামাজিক মাধ্যমে এক গাল হেসে ছবি পোস্ট করেছেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেই ছবিতে দেখা যায়, ভাঙা দাঁতের অংশ ঠিক করে নিয়েছেন আলভারেজ।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

