AB Bank
ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সবচেয়ে খারাপ স্ট্রাইকরেটের নজির তিলক বর্মার!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৩৭ পিএম, ৫ অক্টোবর, ২০২৩
সবচেয়ে খারাপ স্ট্রাইকরেটের নজির তিলক বর্মার!

চলতি হ্যাংঝু এশিয়ান গেমসে ভারত পুরুষদের ক্রিকেটে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। তবে মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে নেপালকে হারাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাদের। একটা সময়ে রীতিমতো ভারতীয় বোলারদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল নেপাল ব্যাটাররা। তবে শেষ পর্যন্ত ম্যাচে ২৩ রানে জয় পেয়েছে ভারত। 

 

জয় পেলেও এই ম্যাচে ভারতের হয়ে এক লজ্জার নজির গড়েছেন বাঁ-হাতি ব্যাটার তিলক বর্মা। তিলক টি-২০ ফর্ম্যাটে সব থেকে কম স্ট্রাইক রেটে ব্যাট করার নজির গড়েছেন। এক ইনিংসে কমপক্ষে ১০ টি বল খেলা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই লজ্জার নজির গড়েছেন তিলক বর্মা।

 

এর আগে টি-২০‍‍`র একটি ম্যাচে বা বলা ভালো এক ইনিংসে কমপক্ষে ১০ টি বল খেলে, ভারতীয় ব্যাটারদের মধ্যে সব থেকে খারাপ স্ট্রাইক রেটে ব্যাট করার এই নজির প্রথম গড়েছিলেন ইশান কিষাণ। মুম্বই ইন্ডিয়ান্স দলের মারকুটে স্বভাবের এই বাঁহাতি ব্যাটার ২০২২ সালে গড়েছিলেন এই নজির। সেদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২০ রানের স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন ইশান। আর এদিন ওই একই স্ট্রাইক রেটে ব্যাট করলেন তিলক। ১০ বল খেলে ২০ স্ট্রাইক রেটে ব্যাট মাত্র দুই রান করেন তিনি। ব্যাট হাতে নেপালের বিরুদ্ধে এদিন রীতিমতো অস্বস্তিতে ছিলেন তিলক। শেষ পর্যন্ত সোমপাল কামির বলে বোল্ড হয়ে যান তিনি।


এদিন ভারত প্রথমে ব্যাট করে ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২০২ রানের করে। তাদের এই বিরাট রানের পিছনে রয়েছেন বাঁ-হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল। মাত্র ৪৮ বলে শতরান করে নজিরও গড়েছেন তিনি। তাঁর ইনিংস এদিন সাজানো ছিল ৮টি চার এবং ৭টি ছয়ে। শেষ দিকে ১৫ বলে ৩৭ রানের একটি ঝোড়ো অপরাজিত ইনিংস উপহার দিয়ে ভারতের রানকে দু‍‍`শোর গন্ডি পার করিয়ে দেন রিঙ্কু সিং। 

 

জবাবে ২০ ওভারে ৯ উইকেট ১৭৯ রানেই আটকে যায় নেপাল। নেপালের হয়ে দীপেন্দ্র সিং আইরি ৩২, সুন্দিপ জোরা এবং কুশল মাল্লা ২৯ করে, কুশল ভুর্টেল ২৮ রান করে লড়াই চালালেও, শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনতে পারেননি।

 

একুশে সংবাদ/স ক 

Link copied!