AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধোনির অস্ত্রোপচার নিয়ে যা বললেন চিকিৎসক


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৪৬ এএম, ২ জুন, ২০২৩

ধোনির অস্ত্রোপচার নিয়ে যা বললেন চিকিৎসক

হাঁটুতে ইনজুরি নিয়েই এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পারফর্ম করেছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ইনজুরিকে বুড়ো আঙুল দেখিয়ে চেন্নাইকে শিরোপা জয়ের স্বাদ দিয়েছেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি ভারতের সাবেক সফল দলপতির। 

 

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর আহমেদাবাদ থেকেই হাঁটুর চিকিৎসা করাতে মুম্বাই গিয়েছিলেন এমএসডি। সেখানে কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এমএস ধোনি। কোকিলাবেন হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসক দীনেশ পারদিওয়ালাকে দিয়ে চোট পরীক্ষা করান। প্রয়োজনে অস্ত্রোপচারও হতে পারে বলে জানা গিয়েছিল। যাবতীয় পরীক্ষার পর চিকিৎসক তড়িঘড়ি অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার ধোনির অপারেশন করানো হয়। হাঁটুতে সফল অস্ত্রোপচার হল মহেন্দ্র সিংহ ধোনির। ধোনি সুস্থ রয়েছে বলেও জানা গিয়েছে। 


সিএসকের তরফেও জানানো হয়েছে,”ধোনির অস্ত্রোপচার সম্পূর্ণ ভালোভাবে হয়েছে। দু-এক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর রিহ্যাব শুরু হবে ধোনির।” দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও সিএসেকের তরফে জানানো হয়েছে। হাঁটুর চোট থেকে মুক্তি পেয়ে পরের বছর ফুল ফিট হয়ে আইপিএলে ফিরে আসার জন্য কোনও খামতি রাখতে চাইছেন না ধোনি। প্রিয় তারতার দ্রুত সুস্থতা কামনা করেছেন দেশ জুড়ে ক্রিকেট প্রেমি ও ধোনি ফ্যানেরা।

 

একুশে সংবাদ.কম/সম   

Shwapno
Link copied!