পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা বোলার ওয়াসিম আকরাম। বল হাতে প্রতিপক্ষ ব্যাটারদের মনে কাঁপন ধরিয়ে পাকিস্তানকে অসংখ্য জয় উপহার দিয়েছেন। একই সঙ্গে বেশ কিছু রেকর্ড নিজের নামে করে নিয়েছেন এই কিংবদন্তি।
এবার স্ত্রী শানিয়েরাওকে নিয়ে রুপালী পর্দায় পা রাখলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ‘মানি ব্যাক গ্যারান্টি’ ওরফে ‘এমবিজি’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন ওয়াসিম ও তার স্ত্রী।
এর আগেও একাধিক বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ওয়াসিমের। তবে এবারই প্রথম বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। খবর জিও নিউজের।
অ্যাকশন কমিডি ধাচের এ সিনেমাটি রচনা ও নির্মাণ করেছেন ফয়সাল কুরেশি। এটি তার প্রথম সিনেমা।
এ সিনেমাটিতে শুধু এই তারকা দম্পতিই নয়- অভিনেতা ফাওয়াদ খান, মির্জা গোহর রশিদ, শেহরিয়ার মুনাওয়ার, মানি ও মিকাল জুলফিকারসহ আরও কয়েকজন তারকাও রয়েছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এমবিজি’র ট্রেইলার শেয়ার করেছেন অভিনেতা মিকাল জুলফিকার। যেখানে ক্রিকেটার ওয়াসিম আকরামকে বড় একটি চেয়ারে বসে নানা সংলাপ বলতে দেখা গেছে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, আসন্ন ঈদুল ফিতরেই প্রেক্ষাগৃহে দেখানো হবে তারকাখচিত সিনেমাটি। নির্মাতারা ঘোষণা করেছেন ছবিটি আগামী এপ্রিলে মুক্তি পাবে।
একুশে সংবাদ/ডে বা/সম