AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদি আরবে পৌঁছেছেন ৬৮ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ১২ জনের


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
১১:১৬ এএম, ২৮ মে, ২০২৫

সৌদি আরবে পৌঁছেছেন ৬৮ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ১২ জনের

বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত ৬৮ হাজার ২৮০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এ পর্যন্ত মক্কা ও মদিনায় ১২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে হজ আইটি হেল্প ডেস্ক।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত ৩টা পর্যন্ত মোট ১৭৭টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬৩ হাজার ৬৯৭ জন।

এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯২টি ফ্লাইটে ৩৫ হাজার ২৪৬ জন, সাউদিয়া এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৪ হাজার ৩৮৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৬২৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

হজ পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন মোট ১২ জন বাংলাদেশি হজযাত্রী, যাদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী। ছয়জন মারা গেছেন মক্কায় এবং ছয়জন মদিনায়।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। তাদের পরিবহনে ২৩২টি প্রাক্‌-হজ ফ্লাইট পরিচালনা করছে তিনটি এয়ারলাইনস। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করছে ১১৮টি, সাউদিয়া ৮০টি এবং ফ্লাইনাস ৩৪টি ফ্লাইট।

গত ২৮ এপ্রিল হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রথম ফ্লাইট রাত ২টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে রওনা দেয়।

জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায়  জিলহজের ১০ তারিখ অর্থাৎ ৬ জুন, শুক্রবার হজ অনুষ্ঠিত হবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং চলবে ১০ জুলাই পর্যন্ত।

 

একুশে সংবাদ / আ.ট/এ.জে

Link copied!