AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হজযাত্রীদের নিবন্ধনের সময় বৃদ্ধি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:২১ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
হজযাত্রীদের নিবন্ধনের সময় বৃদ্ধি

সরকারি এবং বেসরকারি পর্যায়ে হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ৭ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে ধর্ম মন্ত্রণালয়।

 

গত ৮ ফেব্রুয়ারি থেকে হজযাত্রীদের নিবন্ধন শুরু হয়। আগের সময় অনুযায়ী ২৩ ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা থাকলেও পরে আরও পাঁচ দিন সময় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। তবে হজযাত্রীর নিবন্ধন আশানুরূপ না হওয়ায় দ্বিতীয় দফায় আরও সাত দিন বাড়ানো হলো।

 

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ২২ হাজার ৪৬৪ জন নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ৭ হাজার ৭৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ৩৯১ জন নিবন্ধন করেছেন। এর বিপরীতে প্রাক-নিবন্ধিত আছেন সরকারি ব্যবস্থাপনায় ৮ হাজার ৬৩৩ জন এবং বেসরকারিভাবে ২ লাখ ৪৫ হাজার ৬৬৭ জন।

 

একুশে সংবাদ.কম/স.ট.প্র/জাহাঙ্গীর

Link copied!