AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যথা দূর করার দোয়া


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
০৬:১৬ পিএম, ১১ মে, ২০২২

ব্যথা দূর করার দোয়া

ছবি: সংগৃহীত

বিভিন্ন ঘটনায় কিংবা কারণে মানুষ ব্যথা পায়। ব্যথা হওয়ার নানা কারণ রয়েছে। কারও হয়তো বসা বা শোয়া ভঙ্গিমার কারণে ব্যথা হয়। আবার বেশি হাঁটার কারণে পায়ে ব্যথা হয়। এছাড়াও সাধারণভাবে মানুষের শরীরে ব্যথা হতেই পারে।

ব্যথা পেলে অনেকে চিন্তিত হয়ে পড়ে। অথচ দুশ্চিন্তিত না হয়ে ব্যবস্থা নেওয়া ভালো। এতে আল্লাহ তাআলা দ্রুত সুস্থ করে দেবেন। চিকিৎসা কিংবা শরীরচর্চা-ব্যায়াম বা কোনো ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দোয়াও করা চাই। এতে আল্লাহ তাআলা দ্রুত ব্যথা দূর করে দেবেন।

এখানে ব্যথা দূর হওয়ার একটি দোয়া উল্লেখ করা হয়েছে। সাহাবি উসমান বিন আবুল আস আসসাকাফি (রা.) বলেন, আমি রাসুল (সা.)-এর কাছে মারাত্মক ব্যথা নিয়ে উপস্থিত হলাম, যা আমাকে প্রায় অকেজো করেছিল। রাসুল (সা.) আমাকে বলেন, তুমি তোমার ডান হাত ব্যথার স্থানে রেখে সাতবার এই দোয়া বলো। (ইবনে মাজাহ, হাদিস : ৩৫২২)
ব্যথা দূর করার দোয়াটি হলো (আরবি) :
أعوذُ بعِزَّةِ اللهِ وقُدرتِه من شرِّ ما أَجِدُ وأُحاذِرُ
উচ্চারণ : আউজু বি-ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু।
অর্থ : আল্লাহর নামে আমি আল্লাহর অসীম সম্মান ও তার বিশাল ক্ষমতার অসিলায় আমার অনুভূত এই ব্যথার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করি।
আল্লাহ তাআলা আমাদের কল্যাণ করুন।

একুশে সংবাদ/ঢ.প/রখ
 

Link copied!