পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৪ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রী। এ পর্যন্ত ১৭৩টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে তারা দেশে এসেছেন। অন্যদিকে, চলতি বছরে হজ পালনের সময় সৌদি আরবে ৪২ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) হজ সংশ্লিষ্ট সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়। আইটি হেল্প ডেস্ক সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ৩টা পর্যন্ত দেশে ফিরে আসা হজযাত্রীর সংখ্যা ৬৪ হাজার ৮৬ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৯ হাজার ৭৯ জন।
এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২৯ হাজার ২৬৩ জন, সৌদি এয়ারলাইন্সে ২৬ হাজার ৪৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ফিরেছেন ৮ হাজার ৭৭৬ জন হজযাত্রী।
হজকালে মৃত্যুবরণ করা ৪২ জনের মধ্যে ৩১ জন পুরুষ ও ১১ জন নারী। তাদের মধ্যে ২৬ জন মক্কায়, ১২ জন মদিনায়, ৩ জন জেদ্দায় এবং একজন আরাফায় মৃত্যুবরণ করেন।
চলতি বছর হজ পালনের জন্য বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন সৌদি আরবে গিয়েছিলেন। প্রথম হজ ফ্লাইটটি ঢাকা থেকে রওনা হয় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছে ১ জুন। পুরো হজ মৌসুমে মোট ২২০টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে।
গত ১০ জুন দেশে ফিরে আসে প্রথম ফিরতি হজ ফ্লাইট, যেটিতে ছিলেন ৩৬৯ জন যাত্রী। এর পর থেকে ধারাবাহিকভাবে হজযাত্রীদের দেশে ফেরার প্রক্রিয়া চলমান রয়েছে।
একুশে সংবাদ/চ.ট/এ.জে